হোম > খেলা

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রথম ২ টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। তাই হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি জিততেই হতো শ্রীলঙ্কাকে। এমন সমীকরণে কুড়ি ওভারের শেষ ম্যাচে কিউইদের ৭ রানে হারিয়েছে এশিয়ান দলটি।

নেলসনের সাক্সটন ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান জড়ো করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেট হারিয়ে ২১১ রানে থামে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে ৩৯ বলে ৬৯ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন রাচিন রবীন্দ্র। ২১ বলে ৩৭ রান করেন টিম রবিনসন। ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ৩৫ রান। ১৭ বল খেলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৫০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন চারিথ আসালাঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার ২টি।

এর আগে কুশাল পেরেরার ঝড়ো সেঞ্চুরিতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ড্যারেল মিচেলের শিকার হওয়ার আগে ৪৬ বলে ১০১ রানের ইনিংস খেলেন এই টপঅর্ডার ব্যাটার। ১৩ চারের পাশাপাশি ৪টি ছয়ের সাহায্যে এই ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন আসালাঙ্কা। ২৪ বলে ১ চারের পাশাপাশি ৫টি ছয় হাঁকান অধিনায়ক। এছাড়া ১৬ বলে ২২ রান করেন কুশাল মেন্ডিস। লঙ্কানদের পতন হওয়া উইকেট ৫টি ভাগাভাগি করে নেন ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, জাকারি ফকস, মিচেল সান্টনার ও মিচেল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২১৮/৫ (২০ ওভার)

কুশাল পেরেরা ১০১, চারিথ আসালাঙ্কা ৪৬

নিউজিল্যান্ড: ২১১/৭ (২০ ওভার)

রবীন্দ্র ৬৯, রবিনসন ৩৭

ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোয় রিয়াল

মোস্তাফিজের আইপিএলনামা

টিভিতে অ্যাশেজ সিরিজের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই

‘কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি’

ক্যারির সেঞ্চুরিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দিন

নতুন ক্রীড়া উপদেষ্টার দুই মাসের টার্গেট

স্বাগতিক শাটলারদের ভরাডুবি, টিকে রইলেন শুধু গৌরব

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সমর্থকদের চাপে বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা