হোম > খেলা

ছন্নছাড়া, এলোমেলো আর বিশৃঙ্খলায় ভরা

বিপিএল শুরু আজ

পার্থ রায়, সিলেট থেকে

বিপিএলের প্রতি আসরেই থাকে কোনো না কোনো বিতর্ক। প্রতিবার টুর্নামেন্টের মাঝপথে বিতর্কের জন্ম হলেও এবার ছিল ব্যতিক্রম। বিতর্কের শুরুটা টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিন। বিপিএল নিয়ে গত কদিনে বিসিবির মুখে ছিল শুধুই ইতিবাচকতা। তবে ইতিবাচকতার সেই বেলুন ফুটে গেছে গতকাল দিনের দুই ঘটনাতেই। দিনের শুরুতে জানা যায়, চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল চালাতে অপারগ। গত কদিনে বিভিন্ন বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রাম রয়্যালসের মালিকানা এখন বিসিবির হাতে।

দিনের শেষভাগে নোয়াখালী এক্সপ্রেস থেকে ন্যূনতম সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ তোলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। অনুশীলনের জন্য তিনটি বল এবং অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ায় অনুশীলন ছেড়ে হোটেলে ফিরে যান তারা দুজনে। এ দুই বিতর্কের পাশাপাশি বিপিএল ঘিরে পুরো সিলেট শহরে চোখে পড়েনি সামান্য কোনো প্রচার কিংবা ব্র্যান্ডিং। এমনকি মাঠে প্যারামিটার বোর্ড না বসানো এবং অন্যান্য প্রস্তুতিতেও ঘাটতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে অগোছালো আর বিশৃঙ্খল এক বিপিএল শুরুর অপেক্ষা। এমন বিপিএলের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল নিয়ে থাকবে উন্মাদনা, কিংবা বাড়তি উচ্ছ্বাস! সেসবের কোনোকিছুই চোখে পড়েনি পুরো সিলেটজুড়ে। এই যে ব্র্যান্ডিংয়ের অভাব-সেটা স্পষ্ট ছিল মাঠেও। সন্ধ্যা পর্যন্ত মাঠে বসেনি কোনো ডিজিটাল প্যারামিটার বোর্ড। জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ঢোকা এই প্যারামিটার বোর্ড বসতে দেরি হবে। ম্যাচের আগ মুহূর্তেই পুরো মাঠে এই ডিজিটাল প্যারামিটার বোর্ড বসে যাবে বলে জানা গেছে। এমনকি গতকাল সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি কারা থাকছে বিপিএলের টাইটেল স্পনসর হিসেবে। এমনকি বিপিএল স্পনসরদের নামও জানা যায়নি সন্ধ্যা পর্যন্ত। এতটাই অগোছালো অবস্থায় শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর।

এত অল্প সময়ে সবকিছু প্রস্তুত করা কঠিন-সেটা স্বীকার করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দুই মাসে এত বড় টুর্নামেন্ট (নামানো) আসলে কঠিন।’ গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পান তিনি। কঠিন হওয়ার পরও কেন বিপিএল মাঠে নামাতে এত তোড়জোড় ছিল-সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কালেক্টিভলি ওপর থেকে ডিসিশন নেওয়া হয়েছে। নিয়ে বলেছে যে, এটা করতে হবে।’

‘চাপের’ মুখে বিপিএল আয়োজন করায় বিসিবিকে গতকাল বেশ বেগ পোহাতে হয়েছে। গতকাল সকাল ১০টায় এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালস চালাতে না পারায় সরে যাওয়ার কথা জানান দলটির মালিক আব্দুল কাইয়ুম। সেখানে গত এক মাসে তাদের নিয়ে হওয়া নেতিবাচক কথার কারণে স্পনসর না পাওয়া ও দল চালাতে প্রয়োজনীয় অর্থ না থাকার কথা জানান তিনি। এতে তৈরি হওয়া আর্থিক সংকটের কথা জানিয়ে সরে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে। ফ্র্যাঞ্চাইজি মালিকানা থেকে টাই অ্যাঙ্গেল সার্ভিস সরে যাওয়ার পর দলটির দায়িত্ব নেয় বিসিবি। হুট করে এমন করে একটি ফ্র্যাঞ্চাইজির সরে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দেয় নোয়াখালী এক্সপ্রেস।

দল অনুশীলনে মাঠে এসে প্রয়োজনীয়সংখ্যক বল ও অনুশীলনের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার অভিযোগ তোলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। সেই অভিযোগ তুলে দল অনুশীলন নামলেও তারা দুজন মাঠ ছেড়ে হোটেলে ফেরেন। দুই কোচ মাঠে না থাকলেও খেলোয়াড়রা মাত্র তিনটি পুরোনো বল দিয়ে অনুশীলন করেন। এমনকি অনুশীলনে ছিলেন না কোনো নেট বোলার।

মাঠের বাইরে বিসিবি যেমন সবকিছু প্রস্তুত করতে ব্যর্থ, ঠিক তেমনি নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজিও। অগোছালো, বিশৃঙ্খলা এবং অনেক প্রশ্নকে সঙ্গী করে আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর!

মেলবোর্নে উইকেট শিকারের উৎসব!

‘নো হ্যান্ডশেক’ বিতর্ক, ভারত-পাকিস্তানের শিরোপা এবং অ্যাশেজের রোমাঞ্চ

নেইমারকে পেয়েও র‍্যাংকিংয়ে সান্তোসের অবনতি

টিভির পর্দায় বিপিএলের ম্যাচসহ আরও যত খেলা

‘ঢাকা স্টেডিয়াম রান’ শুরু আগামীকাল

বাভুমার কাছে বুমরাহ-পান্তের ক্ষমা প্রার্থনা

সেমিতে বাংলাদেশের তিন জুটি

বল নেই-সরঞ্জাম নেই, ক্ষুব্ধ হয়ে অনুশীলন ছাড়লেন নোয়াখালির কোচ

‘টাকা দিতে পারছে না চট্টগ্রাম’, মালিকানা এখন বিসিবির

জোড়া গোলে রেকর্ড গড়ে আলজেরিয়ার জয়ের নায়ক মাহরেজ