হোম > খেলা > ক্রিকেট

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

স্পোর্টস রিপোর্টার

নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম পাঁচ জয়ের পরই নিশ্চিত হয় বাংলাদেশের বিশ্বকাপ খেলা। সমীকরণের মারপ্যাঁচে একটু হলেও সুযোগ ছিল বিশ্বকাপ মিস হওয়ার। তবে সেই সুযোগটা আর দেয়নি নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়কের দারুণ পারফরম্যান্সের সঙ্গে দিলারা আক্তার-সোবাহনা মোস্তারিদের দারুণ ব্যাটিং ও মারুফা আক্তারের কিপ্টে বোলিংয়ে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশের মেয়েরা। স্কটিশদের বিপক্ষে ৯০ রানের এই বিশাল জয়ে কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আর কোনো সুযোগ নেই লাল-সবুজের প্রতিনিধিদের।

কীর্তিপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস যোগ করেন ৬৭ রান। ৪৮ বলে ৬৭ রানের এমন ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় জ্যোতি-সোবহানারা। ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলা দিলারার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। অন্যদিকে জুয়াইরিয়া ২২ বলে খেলেন ২২ রানের ইনিংস। অষ্টম ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি ভাঙার পর এক বল বিরতি দিয়ে ফেরেন জুয়াইরিয়াও। তাতে মুহূর্তেই ৬৭/০ থেকে স্কোরবোর্ডে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ৬৭/২।

টানা দুই উইকেট হারানোর সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টুর্নামেন্টজুড়ে নিজের ছায়া হয়ে থাকা অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা জ্যোতি ৩৫ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। এছাড়া টপ অর্ডার থেকে মিডল অর্ডারে নামা সোবহানা মোস্তারি ২৩ বলে খেলেন ৪৭ রানের ঝোড়ো ইনিংস। ২০৪ স্ট্রাইক রেটে খেলা সোবহানা হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান। স্কটল্যান্ডের হয়ে প্রিয়াঞ্জ চ্যাটার্জি, কোল অ্যাবেল ও ক্যাথেরিন ফ্রেসার নেন একটি করে উইকেট।

১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পুরোটা সময়ই বেগ পেতে হয়েছে স্কটিশদের। শুরু থেকে চাপে পড়া স্কটল্যান্ড ইনিংসের প্রথম বলেই হারায় উইকেট। পেসার মারুফা আক্তারের বলে জ্যোতির হাতে ক্যাচ তুলে ফেলেন ওপেনার ডার্সি কার্টার। এরপর ওই অর্থে বড় কোনো জুটি গড়তে পারেনি স্কটল্যান্ড। দলীয় সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্যারউল ও ২০ রান আসে মেগান ম্যাককোল। বাংলাদেশের হয়ে ২৫ রানে তিনটি উইকেট নেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার ১৩ রানে নেন দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৯১/৫, ২০ ওভার (জ্যোতি ৫৬, সোবহানা ৪৭, ফ্রেসার ১/৩৯)

স্কটল্যান্ড : ১০১/৯, ২০ ওভার (পিপা ২৭*, মেগান ২০, মারুফা ৩/২৫)

ফলাফল : বাংলাদেশ ৯০ রানে জয়ী।

ম্যাচসেরা : নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তানের নিরাপত্তার দায়িত্বে এলিট ফোর্স

১৮ ফেব্রুয়ারি থেকে বিসিএল

বিশ্বকাপে যাচ্ছেন আম্পায়ার গাজী সোহেল

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার

‘আইসিসি বিসিসিআইয়ের দুবাই অফিসে পরিণত হয়েছে’

টিভির পর্দায় অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিসহ আরো যত

আইসিসিতে ক্রিকেট দিকহারা