বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নেই কোনো ক্রিকেটীয় ব্যস্ততা। ক্রিকেটারদের মাঠে রাখতে তাই বিকল্প টুর্নামেন্ট মাঠে নামাচ্ছে বিসিবি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে তিন দলের এই টুর্নামেন্ট। জাতীয় দল ও এর আশপাশে থাকা ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে এ টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। প্রতিযোগিতামূলক এক টুর্নামেন্ট আয়োজন করতে কোনো কিছুর কমতি রাখতে চায় না বিসিবি।
এ নিয়ে আজ রাতে বিশেষ সভা করেছে বিসিবি। সেই সভা শেষে জানা গেছে, এ টুর্নামেন্ট মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবেন দর্শক। এছাড়া ক্রিকেটারদের জন্য আকর্ষণীয় পরিমাণে ম্যাচ ফি ও অংশগ্রহণ ফি রাখার সিদ্ধান্তও হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ফেব্রুয়ারি। তিন দল একবার করে প্রতি দলের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি আর ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এ টুর্নামেন্ট সামনে রেখে নতুন স্পনসরের খোঁজ শুরু করেছে বিসিবি। শেষ পর্যন্ত স্পনসর না পাওয়া গেলে নিজস্ব অর্থায়নে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানা গেছে।