হোম > বিশ্ব

ভেনিজুয়েলায় হামলার পরিকল্পনা নেই : ট্রাম্প

আমার দেশ অনলাইন

ভেনিজুয়েলায় হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডায় যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন।

ট্রাম্প জানান, তিনি ভেনিজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যদিও গত মাসেই দেশটিতে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনিজুয়েলার দিকে রয়েছে।

সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি ভেনিজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, না।

তবে ট্রাম্পের এই সংক্ষিপ্ত জবাব তার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে অন্তত দুইবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ঘোষিত যুদ্ধ ছাড়াই ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে তিনি বলেন, আমরা হয়তো যুদ্ধ ঘোষণা চাইব না। যারা আমাদের দেশে মাদক আনছে, আমরা তাদের মেরে ফেলব। ঠিক আছে? আমরা তাদের মেরে ফেলব। এখন মাদক স্থলপথে আসছে, এবার স্থলপথই পরবর্তী লক্ষ্য।

গত সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌযানে হামলা চালিয়েছে। এতে অন্তত ৬২ জন নিহত এবং ১৪টি নৌযান ধ্বংস হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব হামলা মাদক পাচারবিরোধী অভিযানের অংশ। যদিও এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি তারা। সূত্র : আলজাজিরা

ইরান-ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এভারেস্ট ‘ডিপোজিট স্কিম’ বাতিল করল নেপাল

ইসরাইলকে এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

চলতি বছরে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যু

অভিবাসী ছাড়া কেমন হবে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য খালেদা জিয়াকে স্মরণ রাখবে বাংলাদেশ

উষ্ণতা, সংঘাত ও অনিশ্চয়তার বছরের বিদায়

কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিলো থাইল্যান্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত: রাহুল গান্ধী