হোম > বিশ্ব

হাসিনার মৃত্যুদণ্ড, যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

আমার দেশ অনলাইন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে আদালতের সামনে পোস্টার ধরে আছেন এক ব্যক্তি, ১৭ নভেম্বর ২০২৫। ছবি: রয়টার্স

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।

রায় নিয়ে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বলা হয়, দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। সংবাদমাধ্যমটি হাসিনার রায়ের খবর সরাসরি সম্প্রচার করছে।

এছাড়া বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার রায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে তার সরকারের সহিংস দমন-পীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গণ-বিক্ষোভ দমনের পেছনে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিচার কাজ চলে।

এতে আরো বলা হয়, প্রতিদ্বন্দ্বীদের বিচারের জন্য হাসিনার তৈরি আদালত এখন তার বিচার করছে।

বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করে, ‘শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড।’

এ রায়ের মধ্যে দিয়ে গণবিক্ষোভে মারাত্মক দমন-পীড়নের নির্দেশ দেয়ার দায়ে কয়েক মাসব্যাপী বিচারের সমাপ্ত হলো।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন শিরোনাম করেছে, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড।’

প্রতিবেদনে বলা হয়, বিচারকরা যখন রায় ঘোষণা করেন, তখন আদালত কক্ষে উপস্থিত ভুক্তভোগীর পরিবারের সদস্যরা করতালি দেয়।

রায় নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালত শেখ হাসিনাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

এ রায় নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তারা শিরোনাম করেছে, ‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইবুনাল! রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ।’

ইন্ডিয়া টুডে লিখেছে, ‘শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড। সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে।’

আর পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।

হাসিনার রায় নিয়ে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গাল্ফ নিউজ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। এই গণঅভ্যুত্থানের ফলে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

এছাড়া জিও নিউজ, এবিসি নিউজ, হিন্দুস্তান টাইমস, আল আরাবিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে রায় নিয়ে সংবাদ প্রচার করা হয়।

আরএ

ক্ষমতাচ্যুতির পর বিশ্বের ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন যেসব শাসক

গাজায় ‘চিকিৎসা গণহত্যা’, ৯০০ রোগীর মৃত্যু, অপেক্ষায় আরও ১৬,৫০০

পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

হাসিনার রায় নিয়ে যে শিরোনাম করল আনন্দবাজার

দ্বিতীয় দফায় গড়াল চিলির প্রেসিডেন্ট নির্বাচন

শেখ হাসিনার রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে লেবানন

ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার শুরু করার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আজকের রায় ‘গুরুত্বপূর্ণ’, বললেন বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের