অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এ ঘটনায় অস্ট্রেলিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছে তারা। রোববার বন্ডি সমুদ্র সৈকতে চালানো ওই বন্দুক হামলায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। খবর মিডল ইস্ট মনিটরের।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এক বিবৃতিতে দোহা জানায়, ‘উদ্দেশ্য বা কারণ যাই হোক না কেন সব ধরণের সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে কতার।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিডনিতে ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে সকল ধরণের সহিংসতা, সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। সহিংসতা ও সন্ত্রাসবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ আল-মাজালি অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেন। নিরাপত্তাকে অস্থিতিশীল করার চেষ্টাকারী সকল ধরণের সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করেন তিনি।
সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।অস্ট্রেলিয়ান পুলিশ এবং কর্মকর্তারা একে সন্ত্রাসী হামলা হিসাবে বর্ণনা করেছেন।
স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপন চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ।
আরএ