রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর তালেবান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়েও আফগান সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি। খবর টোলো নিউজের।
ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘তালেবানরা আফগানিস্তানের পরিস্থিতি স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করে। আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এটাই বাস্তবতা। দ্বিতীয়ত, যা লক্ষণীয় তা হল আফগান সরকার সন্ত্রাসবাদ এবং আইএসআইএল এবং তাদের মতো অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়।’
এদিকে, পাকিস্তানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত বর্তমান এবং ভবিষ্যতের কাবুল-মস্কো সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে আফগানিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট খোরেভ জোর দিয়ে বলেছেন, তার দেশ আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতা জোরদার করার জন্য ‘দায়িত্বশীল ও ইতিবাচক’ ভূমিকা পালন করতে ইচ্ছুক।
রাশিয়া প্রথম দেশ যারা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং কাবুলের সঙ্গে তার সম্পর্ক বজায় রেখেছে। আফগানিস্তান মনে করে, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের সম্প্রসারণ উভয় দেশের জন্যই লাভজনক।
আরএ