হোম > বিশ্ব

২১ দিন পর আংশিকভাবে খুললো পাক-আফগান সীমান্ত

আমার দেশ অনলাইন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ১১ অক্টোবর থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকা তোরখম সীমান্ত ২১ দিন পর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের খাইবার জেলার ডেপুটি কমিশনার বিলাল শাহিদ।

শনিবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিলাল শাহিদ বলেন, এই সীমান্ত কেবলমাত্র পাকিস্তানে অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিকদের দেশে ফেরত পাঠানোর জন্য খোলা হয়েছে।

“বাণিজ্যিক কার্যক্রম ও সাধারণ যাতায়াত পুনরায় শুরু করার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি,” — বলেন শাহিদ।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শত শত আফগান নাগরিক তোরখাম ইমিগ্রেশন সেন্টারে উপস্থিত হয়েছেন, যেখানে তাদের নথিপত্র যাচাই শেষে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNHCR) মুখপাত্র কায়সার খান আফ্রিদি জানান, ২০২৫ সালের ৮ অক্টোবর পর্যন্ত মোট ৬ লক্ষ ১৫ হাজার অবৈধ আফগান নাগরিক তোরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফিরে গেছেন।

১১ অক্টোবর রাতে আফগান সীমান্তরক্ষীদের হামলার জবাবে পাকিস্তানি বাহিনীর পাল্টা গুলি বিনিময় হওয়ার পর তোরখাম সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়।

ঘটনার পর চিত্রাল থেকে বেলুচিস্তান পর্যন্ত সীমান্তজুড়ে উত্তেজনা চরমে ওঠে, এবং পাকিস্তান চারটি প্রধান বাণিজ্যিক প্রবেশপথ—তোরখম, খারলাচি, গুলাম খান ও চামান—অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

ছয় দিনের উচ্চপর্যায়ের আলোচনার পর ইস্তানবুলে পাকিস্তান ও আফগান তালেবান একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছে।

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর মিসরে, কী আছে সেখানে

প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যাচ্ছেন শারা

সুদান নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি, যা বলছে ইরান

গাজায় যুদ্ধবিরতির নামে গণহত্যার বৈধতা

ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

ক্রমেই দুর্বল হচ্ছে ভারতের পাসপোর্ট

তেলসমৃদ্ধ নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০ জন