অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত থাকায় এবং মানবিক সংকট আরো গভীর হওয়ায় শান্তিরক্ষী পাঠানোর এ প্রতিশ্রুতি দেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তিনি বলেন, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে গাজায় চলমান, অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি।’
প্রেসিডেন্ট সুবিয়ান্তো আরো বলেন, ‘হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ চলছে। আমাদের চোখের সামনেই মানবিক বিপর্যয় ঘটছে। আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সকল সহিংসতার নিন্দা জানাই।’
সুবিয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়া সংঘাত বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে প্রস্তুত। আমরা শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে ইচ্ছুক।’
এসময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনের স্বীকৃতির জন্য যে গতি সঞ্চার হয়েছে, তার মধ্যেই এই প্রতিশ্রুতি এলো।
ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশায় সোমবার আয়োজিত সম্মেলনে যোগ দেন বিশ্বনেতারা। দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধে যৌথভাবে ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের আয়োজন করে।
আরএ