হোম > বিশ্ব

ওয়াংচুক বাংলাদেশ এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা: দাবি লাদাখ পুলিশের

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের সমাজকর্মী ও লাদাখের রাজ্য মর্যাদা আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। ওয়াংচুক বাংলাদেশ সফর করেছেন বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের

সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।

লাদাখের রাজ্য স্বীকৃতির দাবিতে বিক্ষোভের জেরে গত বুধবার অশান্ত হয়ে ওঠে লাদাখ। সহিংসতায় চারজনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে শুক্রবার ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে ওয়াংচুককে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল পরিবেশকর্মী ওয়াংচুকের আদলেই। তার গ্রেপ্তার প্রসঙ্গে শনিবার লাদাখ পুলিশের ডিজি বলেন, ‘তদন্তে ওয়াংচুকের বিরুদ্ধে যা পাওয়া গেছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনো চলছে।’

বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগ উঠেছে লাদাখের এই পরিবেশকর্মীর বিরুদ্ধে। সেটিরও তদন্ত চলছে।

ডিজি বলেন, ‘আমাদের হাতে একজন ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’ (পিআইও) ধরা পড়েছেন। তিনি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভের ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।’

এক পাকিস্তানি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তার যোগ দেয়া এবং বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন লাদাখ পুলিশের ডিজি। ওয়াংচুকের বেশ কিছু বিদেশ সফরকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেন তিনি।

লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ইঞ্জিনিয়ার, গবেষক, সমাজকর্মী ওয়াংচুক।

আরএ

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা

কারাবন্দি ইমরান খানের অবস্থা নিয়ে জাতিসংঘ বিশেষ দূতের উদ্বেগ

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান

ইউরোপে তীব্র খরার শঙ্কা

ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি অব্যাহত, ২১ জনের মৃত্যু

চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান

বাংলাদেশি ক্রুসহ ওমান উপসাগরে ট্যাংকার জব্দ করল ইরান