পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলাকারীরা সম্পর্কে বাবা ও ছেলে। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন। আর ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন সোমবার সাংবাদিকদের বলেন, ‘রোববার হামলার ঘটনায় দুজন জড়িত ছিল। আর কোনো সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে না।’
ল্যানিয়ন জানিয়েছেন, হামলাকারী ৫০ বছর বয়সী ব্যক্তি ছয়টি নিবন্ধিত অস্ত্রসহ একজন লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রধারী ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে এবং বনিরিগ ও ক্যাম্পসির শহরতলিতে রাতভর তল্লাশি চালিয়ে মোট ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তিনি বলেন, জব্দ করা অস্ত্রগুলো হামলায় ব্যবহৃত অস্ত্র কিনা তা নিশ্চিত করার জন্য ফরেনসিক পরীক্ষা চলছে।
স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপন চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা, যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই।’
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, হামলাকারীরা নিরাপত্তা সংস্থার নজরে ছিল কি না, এ বিষয়ে এখনই কিছু বলা সময়োপযোগী নয়।
আরএ