হোম > বিশ্ব

সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে পাকিস্তানের সেনাবাহিনী

গণমাধ্যমের সাক্ষাতকারে জাবিহুল্লাহ মুজাহিদ

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও দেশটির সামরিক বাহিনী তাতে বাধা সৃষ্টি করছে। খাইবার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন আফগানিস্তানের সরকারি মুখপাত্র ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

শনিবার (১ নভেম্বর) আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুজাহিদ বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনীর কিছু উপাদান ইচ্ছাকৃতভাবে দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করছে।’ তিনি জানান, পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত সাদিক খান কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন, কিন্তু একই সময়ে পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালায়। এ থেকে বুঝা যায় ‘বেসামরিক সরকার সম্পর্ক গড়তে চায়, কিন্তু সামরিক বাহিনী সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে’ বলেন মুজাহিদ।

ডুরান্ড লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের বিষয়গুলো রাজনীতি থেকে আলাদা রাখা উচিত।’

এসময় তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, “ইমরানের আমলে সম্পর্ক ভালো ছিল—বিশেষ করে বাণিজ্য, টিটিপি নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সবকিছু সুষ্ঠুভাবে চলছিল।”

মুজাহিদ আশা প্রকাশ করেন যে, কাবুল ও ইসলামাবাদের মধ্যে পরবর্তী দফা আলোচনায় (যা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা) উভয় পক্ষ আন্তরিক ও বাস্তবসম্মত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করবে।

গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানি মৎসজীবীকে ভারতের ঘুস

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর মিসরে, কী আছে সেখানে

প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যাচ্ছেন শারা

সুদান নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি, যা বলছে ইরান

গাজায় যুদ্ধবিরতির নামে গণহত্যার বৈধতা

ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

ক্রমেই দুর্বল হচ্ছে ভারতের পাসপোর্ট

তেলসমৃদ্ধ নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের