পাঁচ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারে চলমান নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে আখ্যা দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।
রোববার রাজধানী নেপিডোতে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে এএফপি।
মিন অং হ্লাইং বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন আয়োজনের দায়িত্বে সামরিক বাহিনী থাকলেও এর বিশ্বাসযোগ্যতা বা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না।