দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তুবাস শহর ও জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ায় ইসরাইলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে ভারী মেশিনগানের গুলিবর্ষণ করা হয়েছে।
স্থানীয় সূত্র আনাদোলু এজেন্সিকে জানায়, মার্কিন নির্মিত অ্যাপাচি হেলিকপ্টারগুলো তুবাসের ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং পুরো সন্ধ্যাজুড়ে গুলির শব্দ শোনা যায়। লক্ষ্যবস্তু এলাকাগুলোর পরিচয় এখনও জানা যায়নি, এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাবাতিয়ায়, ফিলিস্তিনি সরকারি সংবাদসংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায় যে আল-জাকারনেহ পাহাড়ি এলাকায় অ্যাপাচি হেলিকপ্টার থেকে ভারী গুলি ছোড়া হয়েছে। ওয়াফা জানায়, এই অঞ্চলটি জনবসতিহীন ও উন্মুক্ত।
গত এক সপ্তাহ ধরে তুবাস গভর্নরেটে ইসরাইলি বাহিনীর টানা অভিযানে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি, কয়েকশ’ ফিলিস্তিনির আহত হওয়া এবং বহু মানুষের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে কাবাতিয়ার স্থানীয় পৌরসভা জানায়, ইসরাইলি সেনাবাহিনী শহরটিতে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কারফিউ জারি করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন আরও বিস্তৃত হয়েছে—যার মধ্যে রয়েছে বাড়িঘর ভাঙচুর, শহর অবরোধ, তল্লাশি ও অভিযান।
মঙ্গলবার আল-খলিল (হেবরন), রামাল্লাহ, নাবলুস ও তুবাসসহ বিভিন্ন গভর্নরেটে ফিলিস্তিনিদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রধান সড়কগুলো বন্ধ করা হয়েছে এবং বাড়িঘর তল্লাশি চালানো হয়েছে, যা জনসেবা ও বিদ্যালয় কার্যক্রম ব্যাহত করেছে।
অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে প্রায় ১,১০০ ফিলিস্তিনি নিহত এবং ১০,৭০০ জন আহত হয়েছে। এ সময়ে ২০,৫০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক মতামতে ঘোষণা করে যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ, এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি উচ্ছেদের আহ্বান জানায়।
টিআরটিওয়ার্ল্ড
এসআর