চিকিৎসা প্রটোকলে গাফিলতি
পাঁচ বছর বয়সী শিশু এম্বার মিলনেস ২০২৩ সালের ৫ এপ্রিল স্লিপ অ্যাপনিয়া রোগের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রয়েরাল কর্নওয়াল হাসপাতালে টনসিল অপসারণের জন্য ভর্তি হয়। অপারেশনের পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই তার অবস্থা খারাপ হতে থাকে এবং পরদিন সকালে সে বমি করতে শুরু করে। পরবর্তীতে ৬ এপ্রিল রাতে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর বিবিসি নিউজ।
এম্বারের মৃত্যু ঘটে ৯ এপ্রিল সকালে, যখন তার গলায় অপারেশনের স্থান থেকে রক্তপাত শুরু হয়। যা সম্ভবত সংক্রমণের কারণে হয়ে থাকতে পারে। চিকিৎসকদের মতে, এই রক্তপাত এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এম্বারের বাবা-মা, লুইস ও সেরেটা মিলনেস, তাদের সন্তানের প্রতি গভীর শোক প্রকাশ করে জানান, এম্বার ছিল হাসিখুশি, সাহসী এবং অদ্ভুত সুন্দর একটি মেয়ে। যার হাসি ও নাচে পুরো পরিবার আলোকিত হতো। পরিবার তাকে ডাকতো ‘যাদুকরি ছোট রাজকুমারী’ নামে।
তদন্তে জানা যায়, এম্বারের ‘সাইক্লিকাল ভমিটিং সিনড্রোম’ হয়। অপারেশনের পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এটি অস্বাভাবিক ঘটনা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও সতর্কতা এবং মনোযোগের প্রয়োজন।