গুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
মঙ্গলবার অ্যাপলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি প্রচলিত ওয়েব ব্রাউজারগুলোর অ্যাড্রেস বার এতে নেই।
সিএনবিসি তাদের প্রতিবেদনে জানায়েছে, নতুন ব্রাউজার ঘোষণার পর পরই গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে ২%।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, ব্রাউজারটি সম্পূর্ণরূপে 'চ্যাটজিপিটি'কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, এতে গুগলের সার্চ বারের মতো অ্যাড্রেস বারের প্রয়োজন হবে না।
ক্রমবর্ধমান ব্যবহারকারী এবং এআই-এর বিপুল বিনিয়োগকে কাজে লাগিয়ে আয় বাড়াতে চাচ্ছে ওপেনএআই। সেই লক্ষ্যেই এই ব্রাউজার আনল তারা।
ওপেনএআই জানিয়েছে ফিচার ব্রাউজিংয়ের প্রেক্ষাপট বুঝে আরও দ্রুত ও উপযোগী ব্রাউজার করার জন্য, অ্যাটলাসে একটি পেইড ‘এজেন্ট মোড’ থাকবে। এই ফিচারের মাধ্যমে চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে সার্চ বা অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করবে। এই এজেন্ট মোড শুধু পেইড চ্যাটজিপিটি সাবস্ক্রাইবারদের জন্য।
অনেক বিশেষজ্ঞ এই নতুন ব্রাউজারটি নিয়ে উৎসাহিত, তবে এর কার্যকারিতা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির সিইও এবং প্রধান বিশ্লেষক প্যাট মুরহেড মনে করেন, অ্যাটলাস হয়তো মূল ধারার ব্যবহারকারী, করপোরেট বা নতুনদের জন্য গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ-এর জন্য বড় চ্যালেঞ্জ হবে না। কারণ, জনপ্রিয় ব্রাউজারগুলোও দ্রুত এই ধরনের সক্ষমতা নিয়ে আসবে। তিনি উল্লেখ করেন, মাইক্রোসফট এজ ইতোমধ্যে একই ধরনের অনেক ফিচার বিনা মূল্যে দিচ্ছে।