হোম > বিশ্ব

ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৮

আমার দেশ অনলাইন

ভারতের তামিলনাড়ুর তেনকাশি জেলায় সোমবার দুটি প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মদুরাই থেকে সেনকোত্তাই যাওয়া একটি প্রাইভেট বাস এবং তেনকাশি থেকে কোভিলপট্টি যাচ্ছিল এমন আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় কর্তৃপক্ষ এবং ফায়ারফাইটারা উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে কেসার বাসটি মদুরাই থেকে সেনকোত্তাই যাচ্ছিল এবং তা অসতর্কভাবে ও দ্রুতগতি করে চলছিল। তিনি বলেন, “তদন্তকারীরা মনে করছেন, কেসার বাস চালকের দ্রুতগতি ও উদাসীন ড্রাইভিং এই দুর্ঘটনার কারণ।”

আহত ২৮ জন যাত্রীকে কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কিছু আহতের অবস্থা গুরুতর, এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জেলা কালেক্টরকে আহতদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এসআর

যুদ্ধবিমান রপ্তানি, শুরুতেই স্বপ্নভঙ্গ ভারতের

ভারতে ৮৩% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু

পাবলিক চার্জিং: ৫ জনের ৪ জনই সাইবার আক্রমণের ঝুঁকিতে

খামেনিকে ঘিরে ফের চক্রান্ত, ইরানি গোয়েন্দা সংস্থার সতর্কতা

১৯৩৯ সালের মূল সুপারম্যান কমিক নিলামে রেকর্ড দামে বিক্রি

‘ইউক্রেনের সার্বভৌমত্বকে ‘সম্পূর্ণভাবে রক্ষা’ করতে হবে’

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান

দক্ষিণ কোরিয়া ও তুরস্ক রক্তের বন্ধনে আবদ্ধ জাতি: লি

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনা সুদানের শীর্ষ জেনারেলের

হিজবুল্লাহর সামরিক নেতা হত্যা, ইসরাইলের তীব্র নিন্দায় ইরান