হোম > বিশ্ব

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে পিটিআই’র তীব্র ক্ষোভ

আতিকুর রহমান নগরী

আদিয়ালা জেলে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না মেলায় শুক্রবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে সিনেট অধিবেশন। দলটি অভিযোগ তোলে, তাদের নেতা সম্পূর্ণভাবে “আইসোলেটেড” অবস্থায় রয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে দলে গভীর উদ্বেগ ছড়িয়েছে।

পিটিআই সিনেটররা স্লোগান দিতে দিতে সভা স্থগিত করার পরিস্থিতি তৈরি করেন—“প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করুন”—এমন আওয়াজে অধিবেশন বারবার ব্যাহত হয়। অভিযোগ ওঠে, ইমরান খানের স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে।

আইএইচসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা ব্যর্থ

এর আগে দিনভর আদিয়ালা জেলের বাইরে উত্তেজনা চলতে থাকে। পিটিআই নেতৃত্ব সাক্ষাতের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। শেষে তারা ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও সফল হননি।

দলটির অভিযোগ, তাদের আইনজীবী, আত্মীয়স্বজন, এমনকি দুই মিনিটের “অরাজনৈতিক” সাক্ষাতেও অনুমতি দেওয়া হচ্ছে না।

সিনেটে তীব্র হট্টগোল

সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি অধিবেশন পরিচালনা করতে হিমশিম খান। পিটিআইয়ের সিনেটর আলি জাফর সতর্ক করে বলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ব্যাপারে সরকারের জবাব না পাওয়া পর্যন্ত সংসদের কার্যক্রম চলতে দেওয়া হবে না।

গিলানি জানান, তিনি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে সাক্ষাতের একটি সময় ঠিক করেছেন। “আমরা বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করব,” বলেন তিনি।

এদিকে পিটিআই নেতারা সোশ্যাল মিডিয়ায় ইমরানের স্বাস্থ্যের অবনতির খবর উল্লেখ করে তথ্য “গোপন” করার অভিযোগ তোলেন। জবাবে সংসদীয় বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফয়জাল চৌধুরী এসব রিপোর্টকে “মিথ্যা ও ভারতীয় মিডিয়ার প্রচারণা” বলে উল্লেখ করেন এবং নিশ্চিত করেন, ইমরান “সম্পূর্ণ সুস্থ” আছেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এসআর

ইরানের রেভল্যুশনারি গার্ডকে অর্থ জোগানের অভিযোগ বিএটির বিরুদ্ধে মামলা

আদানির সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী