মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহব্যাপী সফরে এশিয়ায় এসেছেন। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্প বৈঠক করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এ সফরের শীর্ষে দুই দেশের বাণিজ্য বিরোধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে শুরুতেই রোববার মালয়েশিয়ায় এসেছেন ট্রাম্প। এখানে তিনি আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এরপর তিনি জাপান সফরে যাবেন।
সেখান থেকে তার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।