ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ করতে মস্কোর আগ্রহের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ তেল আমদানি বন্ধ রাখতে নয়াদিল্লির ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যেই এই কথা বললেন পুতিন।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ ভাষণে পুতিন এই প্রস্তাব দেন। খবর এএফপির।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার রুশ আগ্রাসন শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর।
নয়াদিল্লি সফরে পুতিন প্রধানমন্ত্রী মোদিকে বলেন, ‘রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ আরো বজায় রাখতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। নয়াদিল্লি রুশ তেল কেনা অব্যাহত রাখায় এমন কঠোর পদক্ষেপ নেয় ওয়াশিংটন। তাদের দাবি, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।
এ সময় ‘ভারতের প্রতি অবিচল অঙ্গীকারের’ জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা ভারত-রাশিয়া অংশীদারত্বের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ স্তম্ভ।’
পারমাণবিক বিদ্যুতের প্রসঙ্গ উল্লেখ করলেও মোদি তেলের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।
মোদি পুতিনকে ‘আমার বন্ধু’ সম্বোধন করেন এবং নয়াদিল্লি-মস্কোর দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেন।
কর্মসংস্থান, স্বাস্থ্য, জাহাজ চলাচল এবং রাসায়নিক খাতসহ নানা বিষয়ে একগুচ্ছ চুক্তির পর মোদি পুতিনকে বলেন, ‘আমরা ২০৩০ সাল পর্যন্ত একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছি। এর মাধ্যমে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ হবে বৈচিত্র্যময়, ভারসাম্যপূর্ণ ও টেকসই।’