রাশিয়ার আক্রমণ মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় সবকিছু করার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। পাশাপাশি জেনেভায় রোববারের আলোচনায় কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। খবর বিবিসির।
সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে তিনি আরো বলেন, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অংশীদারদের সঙ্গে আমাদের সকল চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি।’
জেলেনস্কি আরো বলেন, ‘যারা জীবন রক্ষায় আমাদের সহায়তা করছেন, তাদের সকলকে ধন্যবাদ। যারা শান্তির জন্য কাজ করেন তাদের সকলকে ধন্যবাদ।’
এদিকে, পশ্চিম ইউক্রেনের টেরনোপিলে রাশিয়ার হামলার পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন তিনি। সেখানে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ৩৩ জন নিহত এবং ছয়জন নিখোঁজ হন।
তিনি বলেন, ‘পুরো সপ্তাহ ধরে আক্রমণ চলেছে, এক হাজার ৫০ টিরও বেশি স্ট্রাইক ড্রোন, প্রায় এক হাজার গাইডেড বোমা এবং ৬০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।’
আরএ