হোম > বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ১০ লাখ ডলারের জরিমানা আদালতে বহাল

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত বুধবার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হিলারি ক্লিনটন ও অন্য ডেমোক্র্যাটদের বিরুদ্ধে করা র‌্যাকেটিয়ারিং মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবীদের বিরুদ্ধে আরোপিত প্রায় ১০ লাখ ডলারের জরিমানা বহাল রেখেছে।

মার্কিন ১১তম সার্কিট কোর্ট অব আপিলসের একটি প্যানেল ট্রাম্পের করা ২৪ মিলিয়ন ডলারের মামলাটি খারিজ করে দেয়। আদালত একমত হয় যে মামলাটির বেশিরভাগ আইনি যুক্তি 'ভিত্তিহীন ও তুচ্ছ' ছিল। আদালত আরো জানায়, দক্ষিণ ফ্লোরিডার মার্কিন জেলা বিচারক ডোনাল্ড এম. মিডলব্রুকস ট্রাম্প এবং তার তৎকালীন আইনজীবী আলিনা হাব্বার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের 'অসৎ উদ্দেশ্যপ্রণোদিত' যুক্তির জন্য ৯ লাখ ৩৭ হাজার ৯৮৯.৩৯ ডলার জরিমানা করার সিদ্ধান্তে কোনো ভুল করেননি।

মামলাটি ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প ও রাশিয়া নিয়ে 'মিথ্যা আখ্যান' রচনার অভিযোগে দায়ের করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল, ক্লিনটন এবং অন্যান্য ডেমোক্র্যাটরা ট্রাম্পকে অবৈধ ও মানহানিকরভাবে তুলে ধরার জন্য একটি ষড়যন্ত্র করেছিলেন।

বিচারক মিডলব্রুকস তার রায়ে বলেন, "এই মামলা কখনোই হওয়া উচিত ছিল না। এটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো সুনির্দিষ্ট আইনি দাবির উপর দাঁড়ায়নি।" তিনি আরো উল্লেখ করেন, মামলাটি 'হয়রানি' করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছিল।

মিডলব্রুকস বলেছিলেন, "মিস্টার ট্রাম্প একজন অভিজ্ঞ ও পরিশীলিত মামলাবাজ, যিনি আদালতকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ব্যবহার করছেন। তিনি জানতেন যে তার কর্মের পরিণতি কী হবে।" তার রায়ে, ট্রাম্প এবং তার প্রধান আইনজীবী আলিনা হাব্বারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।

এ রায়ের মাধ্যমে, ট্রাম্প ও তার আইনজীবীদের বিরুদ্ধে আরোপিত জরিমানা বহাল রাখার সিদ্ধান্ত দেওয়া হলো, যা আদালত তার ‘অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ আইনি যুক্তির জন্য পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন।

এনবিসি নিউজ

এসআর

আধুনিক যুদ্ধ: ড্রোন-এআই’য়ে বদলে যাচ্ছে বৈশ্বিক সংঘাত

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি’র চূড়ান্ত পর্যায়ে পাকিস্তান: শাহবাজ

ইউক্রেনে ‘রিঅ্যাসিওরেন্স’ ফোর্সে অংশ নিতে প্রস্তুত তুরস্ক

টনসিল অপারেশনের পর ৫ বছরের শিশুর মৃত্যু

যে কারণে আরব আমিরাতের ভিসা পাচ্ছেন না পাকিস্তানিরা

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

ফিল্মি স্টাইলে ফ্রান্সের কারাগার থেকে পালালো ২ কয়েদি

ফীনল্যান্ডে শুরু হচ্ছে তুর্কি চলচ্চিত্র উৎসব

সামরিক অভ্যুত্থানের পর গিনি-বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা