মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় এই আগুনের সূত্রপাত হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদন অনুযায়ী, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের পরপরই টাওয়ারের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক ফায়ার ইঞ্জিন ও বিপুলসংখ্যক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকাজ চলছে বলেও জানান তিনি।
তার মতে, ভবনের ৫৭তম তলায় অবস্থিত রেস্তোরাঁর প্রায় ৩০ শতাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬০ তলা বিশিষ্ট পেট্রোনাস টাওয়ার–৩ ভবনটি ‘মেনারা কারিগালি’ নামেও পরিচিত। এটি কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত।