হোম > বিশ্ব

সিরিয়ার প্রেসিডেন্টকে আইএসের দুটি হত্যার পরিকল্পনা নস্যাতের দাবি

আতিকুর রহমান নগরী

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার জন্য ইসলামিক স্টেট (আইএস) এর দুটি পৃথক ষড়যন্ত্র নস্যাৎ করেছে বলে দাবি করেছে দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা। দীর্ঘদিনের সংঘাতে জর্জরিত দেশে ক্ষমতা সুসংহত করার চেষ্টা চলার মধ্যেই এই হুমকি উঠে এসেছে, যা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রনেতৃত্বাধীন জোটে সিরিয়ার যোগদানের পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একজন সিরিয়ান নিরাপত্তা কর্মকর্তা ও একজন আঞ্চলিক কর্মকর্তা জানান, গত কয়েক মাসে আল-শারার উপর একাধিক হামলার পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে। এক ষড়যন্ত্রে লক্ষ্য ছিল আল-শারার নির্ধারিত একটি সরকারি অনুষ্ঠানে হামলা চালানো। বিষয়টির সংবেদনশীলতার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জানিয়েছে, আইএসআইএস এখনও “সিরিয়া ও পুরো অঞ্চলের জন্য একটি বাস্তব নিরাপত্তা হুমকি।” গত ১০ মাসে দেশজুড়ে আইএসের বেশ কয়েকটি হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।

এই খবর প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন প্রেসিডেন্ট আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন— যা সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের জন্য প্রথম। ধারণা করা হচ্ছে, সিরিয়ার আইএস-বিরোধী জোটে আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা সেই বৈঠকেই আসতে পারে।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আল-শারার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এরপর থেকে সিরিয়া ধীরে ধীরে পশ্চিমা ও আরব মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে।

সরকারি সূত্রে জানা গেছে, সপ্তাহান্তে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী আইএস সেলগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৭০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “এই অভিযান শুধু নিরাপত্তা নয়, এটি একটি বার্তা— সিরিয়ার গোয়েন্দা সংস্থা আইএসের নেটওয়ার্কে গভীরভাবে প্রবেশ করেছে।”

আল-শারা একসময় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতা ছিলেন, যা আগে আল-কায়েদার সহযোগী সংগঠন ছিল। ২০১৬ সালে তিনি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন।

ইরানে পৃথক বিস্ফোরণে নিহত ৪

স্বর্ণের দাম বাড়া-কমার নেপথ্যে যেসব কারণ

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩১

ইসরাইলে দারিদ্র্যসীমার নিচে ২০ লাখ মানুষ, চারজনে ১ জন শিশু

ট্রাম্প হামলা না করলে ইরান আরো শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত বেড়ে ৬৪

ইরানের নৌ মহড়া ঘিরে সতর্ক বার্তা দিল মার্কিন সেন্টকম

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৯

দেশের মানুষের সমস্যার কথা শুনতে প্রস্তুত ইরান সরকার: পেজেশকিয়ান

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৪৭