অক্সফোর্ড ইউনিয়ন বিতর্ক
লন্ডনে পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, ভারতের প্রতিনিধিদল অক্সফোর্ড ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বিতর্ক থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে, ফলে পাকিস্তানকে ‘ওয়াকওভার’-এ জয়ী করা হয়েছে। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অক্সফোর্ড ইউনিয়ন এমটি২৫-এর সভাপতি মুসা হাররাজ আয়োজিত এই বিতর্ক। প্রস্তাব ছিল, “এই সভা বিশ্বাস করে—পাকিস্তানের প্রতি ভারতের নীতি নিরাপত্তা নীতির মুখোশে বিক্রি হওয়া এক জনমোহিনী কৌশল।”
পাকিস্তান হাইকমিশনের দাবি, অনুষ্ঠানটির প্রস্তুতি জুন ২০২৫ থেকেই চলছিল এবং ভারত–পাকিস্তান—উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেছিল।
পাকিস্তান পক্ষের প্রখ্যাত বক্তারা লন্ডনে এসে অক্সফোর্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার আয়োজকদের জানানো হয় যে ভারতীয় দলের তিন বক্তাই হঠাৎ করে অংশগ্রহণ বাতিল করেছেন। কোনো স্পষ্ট কারণ না দেওয়ায় আয়োজকেরা বিব্রত অবস্থায় পড়ে এবং সদস্যরা উভয় পক্ষের যুক্তি শোনার সুযোগ হারান। পাকিস্তান হাইকমিশন বলছে, অক্সফোর্ড ইউনিয়নের সদস্যদের মধ্যে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়া সত্ত্বেও ভারত তার নীতিকে খোলামেলা আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করতে আগ্রহ দেখায়নি। তাদের ব্যাখ্যায়, এটি ভারতের পাকিস্তান-নীতি রক্ষার ক্ষেত্রে “আত্মবিশ্বাসের ঘাটতি”র ইঙ্গিত দেয় এবং ভারতের রাজনৈতিক বক্তব্য ও গণমাধ্যমে দেখা আক্রমণাত্মক সুরের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে।
পাকিস্তান জানায়, তারা দায়িত্বশীল কূটনীতি, যুক্তিনিষ্ঠ সংলাপ এবং শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাসী এবং অনুষ্ঠানে তথ্য, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে তাদের বক্তব্য তুলে ধরার প্রস্তুতি নিয়েছিল। ভারতের শেষ মুহূর্তের সরে দাঁড়ানোকে তারা “হারানো সুযোগ” বলে উল্লেখ করেছেন এবং প্রশ্ন তুলেছেন —ভারত সত্যিই গঠনমূলক ও সদিচ্ছাপূর্ণ আলোচনায় অংশ নিতে ইচ্ছুক কিনা। হাইকমিশন অক্সফোর্ড ইউনিয়নের প্রচেষ্টার প্রশংসা জানিয়ে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা বিষয়ক যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা ব্যক্ত করেছে।
সূত্র: জিও নিউজ
এসআর