সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এটি মার্কিন-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ককে বহু ক্ষেত্রে শক্তিশালী করার সম্ভাবনা তৈরি করছে। সৌদি ক্রাউন প্রিন্স আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তি, এফ-৩৫ যুদ্ধবিমান কেনা, বেসামরিক পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিরল খনিজ এবং প্রযুক্তি বিনিয়োগ।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রায় ১,০০০ জন প্রতিনিধি নিয়ে সফরে যাবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট চূড়ান্তভাবে ৫০টি এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি আশা করছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, শর্তসাপেক্ষ কারণে সৌদি আরব হয়তো সরাসরি এ চুক্তি করবে না। মার্কিন শর্তগুলির মধ্যে রয়েছে “কিল সুইচ” এবং বিমান স্থানান্তরের জন্য অনুমতি, যা সৌদি সার্বভৌমত্বের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে পারে।
সৌদি যুবরাজ স্থায়ী প্রতিরক্ষা নিশ্চয়তা চায়, যাতে ভবিষ্যতের মার্কিন রাষ্ট্রপতি এককভাবে চুক্তি প্রত্যাহার করতে না পারেন। এ সফর মূলত মার্কিন-সৌদি সামরিক সহযোগিতা শক্তিশালী করা এবং ভিশন ২০৩০ বাস্তবায়নে প্রযুক্তি ও এআই অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্য রাখে।
বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি ও নিরাপত্তা “ছাতা” চায়, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও প্রক্রিয়াকরণে সাময়িক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করবে। এআইয়ের ক্ষেত্রে, সৌদি আরব মার্কিন সহায়তায় ডেটা সেন্টার, যৌথ উদ্ভাবন এবং স্থানীয় এআই ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে।
বিশ্লেষকরা মনে করেন, এই সফর দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা, প্রযুক্তি ও পারমাণবিক অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যাবে, যদিও নির্দিষ্ট চুক্তি ও প্রযুক্তিগত শর্ত নিয়ে চ্যালেঞ্জ থাকবেই।