হোম > বিশ্ব

আরব সাগর থেকে ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ

আমার দেশ অনলাইন

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি পৃথক জাহাজ থেকে এই পরিমাণ মাদক উদ্ধার করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

অভিযান সম্পর্কে নৌবাহিনী সিএমএফ এক বিবৃতিতে জানান, গত সপ্তাহে দুইটি পৃথক অভিযানের মাধ্যমে নৌকাগুলোকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৯৭২ মিলিয়ন ডলার।

ক্রুরা প্রথম নৌকাটি জব্দ করে ১৮ অক্টোবর যেখানে দুই টনের বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন’ (আইস) ছিল, যার আনুমানিক মূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার। পরবর্তীতে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় নৌকাটি আটক করা হয়। যেখানে ছিল ৩৫০ কেজি আইস (১৪ কোটি ডলার) এবং ৫০ কেজি কোকেন (১০ কোটি ডলার)।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই অভিযান সৌদি নেতৃত্বাধীন টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সমর্থনে পরিচালিত হয়।

সৌদি নৌবাহিনীর কমোডর ও সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফ-এর ইতিহাসে সবচেয়ে সফল মাদক জব্দ অভিযানের একটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফ ৪৭টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বে রয়েছে। এই অঞ্চলে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও রয়েছে, যেখানে চোরাচালান প্রতিরোধ করা হয়।

ইসরাইলকে তিরস্কার করল আন্তর্জাতিক বিচার আদালত

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

নতুন ব্রাউজার আনল ওপেনএআই, গুগলের শেয়ারে পতন

চীন-পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত

লুভর জাদুঘর থেকে চুরি হলো যেসব গয়না, মূল্য কত

স্বর্ণের বাজারে আবারও বড় দরপতন

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক চায় আফগানিস্তান

আই লাভ মুহাম্মদ বলায় ভারতে মুসলিমদের ওপর দমন-নিপীড়ন