হোম > বিশ্ব

এবার ক্যালিফোর্নিয়া জাদুঘর থেকে হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জাদুঘর থেকে ১,০০০-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া বস্তুগুলির মধ্যে রয়েছে আদি আমেরিকান ঝুড়ি, ধাতব গয়না, শিল্পকর্ম এবং ক্যালিফোর্নিয়ার অতীতের গল্প বলার মতো বিরল সংগ্রহ।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিভিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওকল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ১৫ অক্টোবর ভোরে শহরের ওই স্টোরেজ সুবিধায় চুরির ঘটনাটি ঘটে। জাদুঘরের পরিচালক লরি ফোগার্টি জানান, এটি পরিকল্পিত শিল্প চুরি নয়, বরং “সুযোগের অপরাধ” বলে মনে হচ্ছে। “চোরেরা ভবনে ঢোকার পথ খুঁজে পেয়ে এবং তারা সহজে যা পেয়েছে, তা নিয়েই ভবন থেকে বেরিয়ে গেছে।’

চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে প্রয়াত শিল্পী ফ্লোরেন্স রেসনিকফের গলার অলঙ্কার, স্ক্রিমশ খোদাই করা ওয়ালরাসের দাঁত এবং একাধিক আদিবাসী আমেরিকান ঝুড়ি। বেশিরভাগই ছিল বিংশ শতাব্দীর ঐতিহাসিক স্মারক, যেমন প্রচারণার ব্যাজ ও ক্রীড়া পুরস্কার।

জাদুঘরের পরিচালক বলেন, “এটি শুধু জাদুঘরের নয়, পুরো সম্প্রদায়ের ক্ষতি। আমরা আশা করছি

জনসাধারণ আমাদের এসব নিদর্শন ফিরিয়ে আনতে সাহায্য করবে।”

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জন রোমেরো লস অ্যাঞ্জেলেস টাইমস-কে জানান, চুরি হওয়া বস্তুগুলোর অনেকটাই ইতিমধ্যে বিক্রি হয়ে যেতে পারে। “চোরেরা দ্রুত নগদ অর্থের জন্য এগুলো বিক্রি করতে চায়,” তিনি বলেন।

ওকল্যান্ড পুলিশ বিভাগ জানিয়েছে, তারা এখন মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (FBI) শিল্প অপরাধ ইউনিটের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে।

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার মাত্র চার দিন আগে প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘর থেকেও চোরেরা প্রকাশ্যে নেপোলিয়নের অমূল্য রত্ন চুরি করে নিয়ে যায়। যদিও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, রত্নগুলো এখনো উদ্ধার হয়নি।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতারদের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন