হোম > বিশ্ব

ভাল্লুকের আক্রমণ, সেনা মোতায়েন

আমার দেশ অনলাইন

জাপান বুধবার থেকে দেশটির উত্তরাঞ্চলে সেনা মোতায়েন শুরু করেছে। অঞ্চলটিতে ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটেছে। ভাল্লুকের আক্রমণের ঘটনা চলতি বছর রেকর্ড মাত্রায় বেড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার এই সংকট মোকাবেলায় একটি বিশেষ নীতিমালা প্রণয়নের জন্য হিমশিম খাচ্ছে। যার ফলে এপ্রিল থেকে ১২ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

জাপানে কঠোর বন্দুক আইন রয়েছে। দেশটির সৈন্যরা আগ্নেয়াস্ত্র বহন করতে পারে না বা প্রাণী শিকার করতে পারে না।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আতঙ্কিত সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার জন্য তারা ভাল্লুক স্প্রে, লাঠি, ঢাল, চশমা, বুলেট-প্রুফ জ্যাকেট ও নেট লঞ্চার ব্যবহার করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর জাপানের ক্রমবর্ধমান অ্যাকর্ন ফলন কম হওয়ার কারণে, বিশেষ করে আকিতা ও ইওয়াতের উত্তরাঞ্চলে খাবারের সন্ধানে শহরে আসা ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

জাপানের সেলফ ডিফেন্স ফোর্স গ্রামীণ এলাকায় লজিস্টিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে, যার মধ্যে রয়েছে ভাল্লুকের ফাঁদ, শিকারী ও ধরা পড়া ভাল্লুক বহনকারী যানবাহন।

আজ ১৫ জন সৈন্যের একটি দলকে আকিতা অঞ্চলের কাজুনো শহরে একটি ফাঁদ স্থানান্তরে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছে।

বাগদাদ থেকে আবুজা: আমেরিকার মুক্তি ও ধ্বংসের পুরাতন স্ক্রিপ্ট

শুঁয়োপোকাকে একটু জায়গা দিন, ধন্যবাদ দেবে প্রকৃতি

মরুর বুকে ছুটবে এক রেল, ভ্রমণ হবে ৬ আরব দেশে

ইসরায়েলের ফেরত দেওয়া অধিকাংশ ফিলিস্তিনি মৃতদেহ বিকৃত

২০৩০ সালের মধ্যেই নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছে ইইউ

ফিলিপাইনে কালমেগিতে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

একই সময়ে সামরিক মহড়া ভারত-পাকিস্তানের, নেপথ্যে কী?

মামদানির জয়ের পর আলোচনায় আসা কে এই রামা দুয়াজি?

মামদানির বিজয়: গাজায় নীরবতার বিরুদ্ধে সত্যের জয়

মামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন?