হোম > বিশ্ব

আমেরিকা-ভারত বাণিজ্য আলোচনা স্থগিত

রাশিয়ার তেল কেনার জন্য দিল্লিকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কহার আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকেই তা কার্যকর হয়েছে। এরপর আরো ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ২৭ আগস্ট থেকে। প্রস্তাবিত এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য আগামী ২৫ থেকে ২৯ আগস্ট দিল্লি সফর করার কথা ছিল আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের। কিন্তু এই সফল বাতিল করেছে ওয়াশিংটন। ফলে অতিরিক্ত শুল্ক ছাড়ের বিষয়টির আশা একেবারেই ম্লান হয়ে যাচ্ছে ভারতের।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত দ্বিপক্ষীয় আলোচনা অন্য কোন তারিখে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, বাণিজ্য ও শুল্ক আলোচনা সম্পর্কে তাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই। আর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার তেল আমদানির অজুহাতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেন ট্রাম্প, যা অন্য অনেক দেশের তুলনায় বেশি। আর এ নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা। ফলে আসন্ন বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর ২৭ আগস্ট থেকে নতুন করে আরো ২৫ শতাংশ শুল্ক কার্যকর হলে তা হবে ভারতের জন্য আমেরিকার সর্বোচ্চ আরোপিত শুল্কের মধ্যে একটি।

ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে মতবিরোধের কারণে পাঁচ দফা আলোচনার পর নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে।

ভারতীয় বাজারে আমেরিকার কৃষি ও দুগ্ধজাত পণ্যের আমদানি বাড়ানো এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে দিল্লি- ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা বাণিজ্য আলোচনা হয়, যার কোনটাই ফলপ্রসূ হয়নি। এবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেখানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পণ্য ক্রয় অব্যাহত রেখেছে, সেখানে রাশিয়ার তেল কেনার জন্য দিল্লিকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতারদের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন