ভারত ও রাশিয়ার দুটি কোম্পানি ভারতে যাত্রীবাহী বিমান তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
সমঝোতা অনুযায়ী, কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে-১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে।
কোম্পানি দুটি হলো: হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন।
ভারতীয় কোম্পানি তাদের বিবৃতিতে বলেছে, এসজে-১০০ বিমান দুই ইঞ্জিনের ছোট এয়ারক্রাফট। এ পর্যন্ত এ ধরনের দুশোর মতো বিমান তৈরি হয়েছে এবং ১৬টির বেশি এয়ারলাইন তা ব্যবহার করছে।
হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের ভাষ্য অনুযায়ী, এই প্রথম ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হতে যাচ্ছে।