পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখলের দাবী কয়রেছে রাশিয়া। একই সময়ে জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা নিয়ে বৈঠকে অংশ নিচ্ছেন। খবর এএফপি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, তাদের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের পেত্রিভস্কে এবং দিনপ্রোপেত্রোভস্ক অঞ্চলের টিখে ও ওত্রাদনে গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দুর্গসম অবস্থানগুলো ধরে রাখার চেষ্টা করলেও রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনার আগমুহূর্তে রাশিয়ার এ অগ্রগতি প্রকাশ্যে আসে। প্রস্তাবটি গ্রহণের জন্য ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প, তবে রাশিয়ার কিছু শর্ত মেনে নেওয়া নিয়ে খসড়ায় সংশোধন চাইছে কিয়েভ।
২৮ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ত্যাগ, সেনা সংখ্যা হ্রাস এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে। এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে, যাতে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করা যায়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনাটিকে ‘চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি’ হতে পারে বলে মন্তব্য করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেন আলোচনায় না এলে রাশিয়া আরও ভূখণ্ড দখল করবে।
এসআর