রাশিয়ান সেনাবাহিনী দক্ষিণ ইউক্রেনে আরও দুইটি গ্রাম দখল করেছে বলে রবিবার দাবি করেছে। ইউক্রেনীয় বাহিনী সংখ্যা ও সরঞ্জামে পিছিয়ে থাকায় রুশ সেনারা ধীরে ধীরে এলাকাটিতে অগ্রসর হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা জাপোরিঝঝিয়া অঞ্চলের রিভনোপিলিয়া এবং মালা তোকমাচকা গ্রাম দু’টি দখল করেছে। খবর এএফপির।
যদিও জাপোরিঝঝিয়া ফ্রন্টটি পূর্বাঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত কম সক্রিয়, তবুও দুই অঞ্চলেই রুশ সেনারা সুসজ্জিত ও সংখ্যায় বেশি হওয়ায় অগ্রগতি অব্যাহত রেখেছে।
পূর্বাঞ্চলে লড়াই চলছে গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র পোকরোভস্ককে কেন্দ্র করে। গত কয়েক সপ্তাহে শত শত রুশ সেনা শহরটিতে ঢুকে ইউক্রেনীয় প্রতিরক্ষা দুর্বল করে দিয়েছে।
এদিকে, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি নেই। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বুদাপেস্ট সম্মেলনও অনুষ্ঠিত হয়নি।
এসআর