জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইল গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার বাহিনীর হামলায় গাজায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি। খবর আল জাজিরার।
গাজায় গত রাতভর তীব্র হামলা চালায় ইসরাইল। বুধবার গাজায় কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন - যা গতকালের (মঙ্গলবার) তুলনায় দ্বিগুণেরও বেশি।
গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন নারী ও দুই শিশুও রয়েছে।
ইসরাইলি আক্রমণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন আল-আহলি স্টেডিয়ামে। সেখানেও হামলা থেকে রেহাই মেলেনি তাদের।
গাজা সিটির বাস্তুচ্যুত নারী নাজওয়া আল জাজিরাকে বলেন, ‘আমি হাতে যা ছিল তা নিয়েই চলে এসেছি। আমি আসলে কিছুই আনতে পারিনি। আমরা ভীত। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুবই ব্যয়বহুল। জিনিসপত্র আনার জন্য পর্যাপ্ত অর্থ নেই আমাদের।’
ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেছেন যে ফিলিস্তিনিদের তাদের নিরাপত্তার জন্য দক্ষিণ দিকে ঠেলে দেয়া হচ্ছে।
তবে জাতিসংঘের তদন্তকারীরা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। এই সপ্তাহে দেয়া জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক পদক্ষেপের লক্ষ্য গাজার ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং অধিকৃত পশ্চিম তীর এবং ইসরাইলের অভ্যন্তরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।
আরএ