পোপ লিও রবিবার সুদানে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা ও মানবিক সহায়তার করিডর খোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দারফুর অঞ্চলের আল-ফাশির শহরে ভয়াবহ নৃশংসতার খবর তিনি “গভীর বেদনা নিয়ে” অনুসরণ করছেন।
ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কোয়ারে আয়োজিত সাপ্তাহিক অ্যাঞ্জেলুস প্রার্থনা সভায় তিনি বলেন,“নারী ও শিশুদের ওপর নির্বিচার সহিংসতা, নিরস্ত্র বেসামরিক লোকদের ওপর হামলা এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাধা — এসব অগ্রহণযোগ্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
পোপ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, তারা যেন “সিদ্ধান্তমূলক ও উদারভাবে”সুদানে ত্রাণ কার্যক্রমে সহায়তা করে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত শুক্রবার জানিয়েছে, গত মাসের শেষ দিকে সুদানের দারফুর অঞ্চলে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আল-ফাশির শহরটি দখল করার সময় শত শত বেসামরিক নাগরিক ও নিরস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শহরটি দখলের আগে টানা ১৮ মাসের অবরোধে ছিল, যা ভেঙে যাওয়ার পর দশ হাজারেরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
রবিবার পোপ লিও তানজানিয়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর দেশটিতে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। তিনি সব পক্ষকে সহিংসতা পরিহার করে “সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটার” আহ্বান জানান।
(সূত্রঃ রয়টার্স)