গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ সংবাদ করার প্রতিবাদে নিউইয়র্ক টাইমস পত্রিকার ‘মতামত’ বিভাগকে বয়কট করেছেন পত্রিকার ১৫০ কন্ট্রিবিউটর বা প্রদায়ক।
এ নিয়ে তারা একটি অঙ্গীকারনামায় সই করেছেন। স্বাক্ষরকারীরা চিঠিতে লিখেছেন, যতক্ষণ পর্যন্ত না নিউ ইয়র্ক টাইমস তার পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের জন্য জবাবদিহি না করে এবং গাজা যুদ্ধ নিয়ে সততা ও নৈতিকতার সঙ্গে প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি না দেয়, ততক্ষণ পর্যন্ত নিউজরুম বা সম্পাদকীয় বোর্ডের কাছে কোনো লেখা তারা জমা দেবেন না।
প্রদায়করা আরো লিখেছেন, শ্রম বন্ধ করে দেওয়ার মাধ্যমেই সেই আধিপত্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে তারা কার্যকর চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেনÑযা পত্রিকাটি দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরাইলের মিথ্যাচারকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করে আসছে।
লেখকরা জানিয়েছেন, এই চিঠির মাধ্যমে ফিলিস্তিনের সাংবাদিক ও লেখকদের কাছে প্রচার করা যে, তারা আর টাইমসের সঙ্গে জড়িত নন, সেখানে লেখা দিচ্ছেন না। তাদের এই বয়কট অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না পত্রিকাটি তাদের সংবাদের মাধ্যমে ইসরাইলকে সমর্থন করা বন্ধ করে।
চিঠিতে স্বাক্ষর করেন হাইপ্রোফাইলের কয়েক ডজন অ্যাক্টিভিস্ট, আর্টিস্ট, আমেরিকার রাজনীতিবিদ। তাদের মধ্যে আছেন রিমা হাসান, চেলসি ম্যানিং, রাশিদা তালিব, স্যালি রুনি এলিয়া সুলেইমান, গ্রেটা থুনবার্গ, ভিয়েত থান নগুয়েন ও ডেভ জিরিন।