হোম > বিশ্ব

ভারতে ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তি চরমে

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

টানা চতুর্থদিনের মতো বন্ধ রয়েছে ভারতের বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইট চলাচল। ২০ বছরের পুরনো বিমান সংস্থাটি বৃহস্পতিবার ৫৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাই বিমানবন্দরে কমপক্ষে ১১৮টি, বেঙ্গালুরুতে ১০০টি, হায়দ্রাবাদে ৭৫টি, কলকাতায় ৩৫টি, চেন্নাইয়ে ২৬টি এবং গোয়ায় ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভোপাল বিমানবন্দরে কমপক্ষে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খবর এনডিটিভির।

হঠাৎ ইন্ডিগোর পরিষেবা এভাবে থমকে যাওয়ার পেছনে রয়েছে আপডেট করা ক্রু রোস্টারিং নিয়মাবলী। ক্রু এবং পাইলটদের ফ্লাইট ডিউটি টাইম নির্দিষ্ট করে দেয়াতেই সমস্যা দেখা দিয়েছে। ইন্ডিগোর পাইলটের সংখ্যা কম। ক্রু সদস্যও প্রয়োজনের তুলনায় কম। তার মধ্যে নভেম্বর মাস থেকে এফডিটিএলের নিয়ম দ্বিতীয় ধাপে কার্যকর হয়েছে। সাপ্তাহিক বিশ্রামের সময় বাড়িয়ে ৪৮ ঘণ্টা করে দেয়া হয়েছে। আগে যেখানে সর্বাধিক ৬টি নাইট ল্য়ান্ডিং করা যেত, তা কমিয়ে ২টো করে দেওয়া হয়েছে।

ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, এই সমস্যা দূর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিমান সংস্থাটি জানিয়েছে, সময়সূচী ঠিক করার চেষ্টা হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন ফ্রাইট বাতিল অব্যাহত থাকতে পারে। এছাড়া আগাম ৮ ডিসেম্বর থেকে বিমান সংস্থাটি ফ্লাইট পরিচালনা কমিয়ে দেবে বলে জানিয়েছে।

এদিকে, বিমান চলাচল স্থগিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এনডিটিভি জানিয়েছে, দিল্লি বিমানবন্দর টার্মিনালে হাজার হাজার স্যুটকেস পড়ে রয়েছে।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা