রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হলে ইউক্রেনে নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি নতুন বহুজাতিক "রিঅ্যাসিওরেন্স ফোর্স" গঠনের প্রস্তাব উঠেছে। তুরস্ক আজ বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা এই বাহিনীতে অংশ নিতে প্রস্তুত রয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী ইউক্রেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো উদ্যোগে সহযোগিতা করতে ইচ্ছুক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রথমত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এরপর, একটি মিশনের কাঠামো নির্ধারণ করতে হবে, যাতে লক্ষ্যগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত হয় এবং প্রতিটি দেশের ভূমিকা নির্ধারিত হয়। খবর এএফপির।
এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত মঙ্গলবার একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন, যা বহুজাতিক "রিঅ্যাসিওরেন্স ফোর্স"-এর রূপরেখা তৈরি করবে। এই বাহিনী যুদ্ধবিরতির পর "প্রতিরক্ষার দ্বিতীয় ধাপ" হিসেবে কাজ করবে। ম্যাখোঁ আরও জানান, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের নেতৃত্বে এটি পরিচালিত হবে, এবং প্রথমবারের মতো এতে যুক্তরাষ্ট্রও অংশ নেবে।
তুরস্ক, যার ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে, আগেও জানিয়েছিল যে, প্রয়োজন হলে তারা ইউক্রেনে শান্তিরক্ষা মিশনে সেনা মোতায়েন করতে প্রস্তুত। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, "এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং তুরস্ক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।"
এই ঘোষণার মধ্য দিয়ে তুরস্ক একটি নতুন ধরনের আন্তর্জাতিক সামরিক অংশীদারিত্বে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে, যা যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
এসআর