হোম > বিশ্ব

এবার স্বর্ণের টয়লেট 'আমেরিকা' নিলামে, দাম কত

আমার দেশ অনলাইন

ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান যিনি ইতোমধ্যে দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা ‘কমেডিয়ান’ শিল্পকর্মের জন্য ব্যাপক পরিচিত। তারই আর একটি অদ্ভুত শিল্পকর্ম হচ্ছে ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার ২২০ পাউন্ড ওজনের টয়লেট 'আমেরিকা'। ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের বাথরুমে প্রদর্শিত এই টয়লেট দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় লাখখানেক দর্শক।

তবে প্রদর্শনের তিন বছর পর ২০১৯ সালে, চুরি হয়ে যায় এই শিল্পকর্মটি। ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয় এটি। তবে অভিযুক্তদের ধরা গেলেও টয়লেটটির খোঁজ মেলেনি। ধারণা করা হয়, সোনার মূল্যেই এটি কেটে বা গলিয়ে ফেলা হয়েছে।

তবে এখানেই শেষ নয় 'আমেরিকা'র কাহিনি। শিল্পকর্মটি একসময় ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে হোয়াইট হাউসে প্রদর্শনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল যার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম ধার চেয়েছিল। তবে গুগেনহাইম মিউজিয়ামের সেই প্রস্তাব স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয়।

ক্যাটেলান আগেই জানিয়েছিলেন, তিনি এই শিল্পকর্মের একাধিক সংস্করণ তৈরি করেছিলেন। এবার সেই দ্বিতীয় সংস্করণটি উঠছে নিলামে—নিউইয়র্কের সোথেবি'সের আয়োজনে আগামী ১৮ নভেম্বর।

২০১৭ সাল থেকে এটি এক ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার নিলামের আগে ১০ দিনের জন্য সোথেবি'সের নতুন সদরদপ্তরের চতুর্থ তলার বাথরুমে প্রদর্শিত হবে এটি। তবে এবার কেউ এটি ব্যবহার করতে পারবে না। সোথেবি'সের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন মজা করে বলেন, 'দরজা খোলা থাকবে, কিন্তু ব্যবহার নিষেধ।

সাধারণত নিলামে কোনো শিল্পকর্মের শুরুমূল্য আগে থেকে নির্ধারিত থাকে। কিন্তু 'আমেরিকা'র দাম শুরু হবে সোনার বাজারদর অনুযায়ী, যা বর্তমানে প্রায় এক কোটি ডলার সমমূল্যের। এর সঙ্গে যুক্ত হবে শিল্পকর্মটির প্রতীকী বা শিল্পমূল্য—যা সংগ্রাহকদের আগ্রহ অনুযায়ী আরও বাড়তে পারে।

গ্যালপারিন বলেন, ‘প্রাথমিক মূল্য সোনার দামের সঙ্গে সামঞ্জস্য করে রাখা হয়েছে, যা এই শিল্পকর্মের ভাবধারাকেই প্রতিফলিত করে—একটি শিল্পকর্মের নান্দনিক মূল্যের সঙ্গে এর বস্তুগত মূল্যের পার্থক্য তুলে ধরার জন্য।

সূত্র: সিএনএন

তেহরানের খেলনা জাদুঘর, শৈশবের স্মৃতিময় ভুবন

রাশিয়ার সহযোগিতায় ৮ পরমাণু বিদ্যৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরানে ভয়াবহ খরা, তেহরানে তীব্র পানি সংকটের আশঙ্কা

যে কারণে বিশ্বের নজর এখন মার্কিন সুপ্রিম কোর্টের ওপর

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০

মাদুরোর সময় ফুরিয়ে আসছে: ট্রাম্পের হুঁশিয়ারি

পপি চাষীদের জন্য বিকল্প জীবিকার পরিকল্পনা আফগানিস্তানের

বেনজির ভুট্টোর আমলে আইএসআই-তালেবানের সম্পর্কের শুরু যেভাবে

তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিণাম জানে চীন: ট্রাম্প

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৪