হোম > বিশ্ব

সিরিয়ার বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে। বিষয়টির সঙ্গে জড়িত ছয়টি সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এটি এমন একটি নিরাপত্তা চুক্তি সক্রিয় করতে সাহায্য করবে, যা ওয়াশিংটন সিরিয়া এবং ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে। সিরিয়ার দীর্ঘকালীন নেতা বাসার আল-আসাদের পতনের পর এটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার কৌশলগত পুনঃসংযোজনের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বেসটি দক্ষিণ সিরিয়ার সেই অংশের প্রবেশদ্বারে অবস্থিত। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই বেসটি ব্যবহার করবে সম্ভাব্য সিরিয়া-ইসরাইল চুক্তি পর্যবেক্ষণ করার জন্য। রয়টার্সকে জানানো হয়েছে যে এই প্রস্তুতি সম্পর্কে তথ্য দেয়া ছয়জনের মধ্যে দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং একজন সিরিয়ান প্রতিরক্ষা কর্মকর্তা আছেন।

একজন যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তা জানান, “আমরা সিরিয়ায় আমাদের প্রয়োজনীয় অবস্থান ক্রমাগত মূল্যায়ন করছি যাতে ISIS-এর সঙ্গে কার্যকরভাবে লড়াই করা যায় এবং আমরা বাহিনী কোথায় অবস্থান করবে তা নিয়ে মন্তব্য করি না।”
এই কর্মকর্তা নিরাপত্তার কারণে বেসটির নাম ও অবস্থান প্রকাশ না করার অনুরোধ করেছেন। রয়টার্সও এই অবস্থান প্রকাশ না করার সম্মতি দিয়েছে।

একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা জানান, পেন্টাগন গত দুই মাসে বেসটিতে একাধিক অনুসন্ধান অভিযান ত্বরান্বিত করেছে। এই অভিযান থেকে জানা গেছে, বেসটির দীর্ঘ রানওয়ে তৎক্ষণাৎ ব্যবহারের জন্য প্রস্তুত।

দুইজন সিরিয়ান সামরিক সূত্র জানিয়েছেন, প্রযুক্তিগত আলোচনাগুলো মূলত বেসটি লজিস্টিক, নজরদারি, রিফুয়েলিং এবং মানবিক কর্মকাণ্ডের জন্য ব্যবহারের ওপর কেন্দ্রীভূত। সিরিয়া বেসটির সম্পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে।

এখনো নির্দিষ্ট করা যায়নি কখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বেসটিতে পাঠানো হবে।

এসআর

মার্কিন কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

হাওয়াইয়ে দ্বীপপুঞ্জে ড্রোনের মাধ্যমে ফেলা হচ্ছে মশা, কারণ কী

গাজা ট্রাইব্যুনালে জনগণের রায়: দায়বদ্ধতার প্রশ্নে বিশ্বকে চ্যালেঞ্জ

মামদানির স্ত্রীর সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন?

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন পোপ লিও

ঢাকা-ওয়াশিংটন বিলিয়ন ডলারের চুক্তি, ভারতের ঘুম হারাম

কে এই সুদানি জেনারেল মোহাম্মদ হামদান দাগালো

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

নিউ ইয়র্কের ভাবী ফার্স্ট লেডি পেশায় একজন শিল্পী

যেভাবে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ী ইরান