হোম > বিশ্ব

ইমরান খানের বোনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলেমা খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আলেমা আদালতে হাজির হয়ে একটি সম্মতি প্রতিবেদন জমা দিলে এটিস’র বিচারক আমজাদ আলী শাহ তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। এসময় আদালত তাকে ১০ লাখ টাকার নতুন জামিনদার বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলাটি ২০২৩ সালের নভেম্বরে পিটিআই কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভের সাথে সম্পর্কিত। যা পাকিস্তানের সাধারণ নির্বাচন এবং এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতাকে বোঝায়। ২০২৪ সালের জানুয়ারিতে, ইমরান খানের দল পিটিআই নির্বাচনের ফলাফলে ব্যাপক চুরি হয়েছে দাবি করে দেশব্যাপী বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভগুলো সাধারণত ২৬ নভেম্বর বিক্ষোভ নামে পরিচিত।

আলেমার বারবার অনুপস্থিতির জন্য একাধিকবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছ আদালত । তবে আলেমা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি বলেছেন, অভিযোগগেুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগের শুনানিতে, বিচারক আলেমার জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) ও পাসপোর্ট ব্লক করার পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছিলেন। আজকের শুনানির সময়, আলেমা তার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট ও জাতীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত যৌথ অ্যাকাউন্টের জব্দ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। এর জবাবে, বিচারক আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া চেয়ে নোটিশ জারি করেছেন। আদালত পরীক্ষা করে দেখবে যে জব্দকরণের আদেশগুলি বৈধ কিনা এবং সেগুলি বজায় রাখার জন্য পর্যাপ্ত আইনি ভিত্তি আছে কিনা।

পরবর্তীতে, বিচারক শুনানি ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন, প্রসিকিউশনকে নির্ধারিত তারিখের আগে জবাব জমা দেওয়ার নির্দেশ দেন।

সাদিকাবাদ থানায় দায়ের করা মামলায় আলেমাসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইরানের রেভল্যুশনারি গার্ডকে অর্থ জোগানের অভিযোগ বিএটির বিরুদ্ধে মামলা

আদানির সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী