হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে রাজি না হলে লেবাননের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ইসরাইল। স্থানীয় গণমাধ্যমের এমনটি জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ইসরাইলের এমন ঘোষণা নতুন করে আন্তঃসীমান্ত যুদ্ধের সম্ভাবনাকে উষ্কে দিচ্ছে।
মঙ্গলবার ইসরাইলের গণমাধ্যমের সাথে কথা বলার সময় কাটজ বলেছেন, ইসরাইল তার উত্তর সীমান্তে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতিকে সহ্য করবে না। এসময় তিনি অতীতের আন্তর্জাতিক প্রস্তাব অনুসারে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করতে জোর আরোপ করেন। তিনি আরো বলেছেন, ‘হিজবুল্লাহ যদি তা মেনে না নেয়, তাহলে ইসরাইল বল প্রয়োগ করবে।’
২০১৪ সালের শেষের দিকে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। তবে সম্প্রতি গত কয়েক মাস ধরে তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইল হিজবুল্লাহ বিরুদ্ধে সামরিক সক্ষমতা বৃদ্ধির অভিযোগ, অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরাইল বিমান হামলা, ড্রোন আক্রমণ এবং সীমান্ত আক্রমণের মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
এর আগে গত সপ্তাহে, কাটজ লেবাননের রাষ্ট্রপতি মিশেল আউন এবং বৈরুতের সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য দায়ী করে বলেছিলেন: "লেবাননকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। আমরা নিশ্চিত করব যে আমাদের উত্তর সীমান্তে কোনও হুমকি না থাকে।"
তবে হিজবুল্লাহ নিরস্ত্র হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য তার অস্ত্র অপরিহার্য। দলটির নেতারা আরো সতর্ক করে জানিয়েছে, ইসরাইলের যেকোনো আক্রমণের বিরুদ্ধে বৃহৎ পরিসরে প্রতিক্রিয়া জানানো হবে।
সূত্র: আরব নিউজ।