হোম > বিশ্ব

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। আকাশসীমা লঙ্ঘন করায় পাক সেনারা গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডন জানিয়েছে, পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আজাদ কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

সোমবার কাশ্মিরের ভিম্বার জেলার মানওয়ার সেক্টরে ভারতীয় ওই ড্রোনটি ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ জানিয়েছে, ‘পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করায় নিয়ন্ত্রণরেখা বরাবর একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।’

নিরাপত্তা সূত্র জানায়, ‘শত্রুপক্ষ নজরদারির চেষ্টা করছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপে তা ব্যর্থ হয়েছে।’

পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনাকে নিজেদের সতর্কতা, পেশাদারিত্ব ও প্রতিরক্ষাগত প্রস্তুতির প্রমাণ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে জানানো হয়, শত্রুদের যেকোনও আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত। দেশের জনগণও পুরোপুরি সেনাবাহিনীর পাশে রয়েছে।

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল যে দেশ

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব

যুক্তরাষ্ট্রে এক বছরে ৮৫ হাজার ভিসা বাতিল, নেপথ্যে কী

সুদানের সেই মিলিশিয়া নেতার ২০ বছর কারাদণ্ড

সকালের পর ফের ভূমিকম্প মিয়ানমারে

সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরাইল

হজে ছবি তোলা নিষিদ্ধের বিষয়ে যা জানা গেল

জাকার্তায় ভবনে আগুন, নিহত ২০

বিশ্বের কাছে ভাবমূর্তি ঠিক করতে বাজেট বাড়াল ইসরাইল

ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিল