সাম্প্রতিক জাহাজ হামলার প্রেক্ষাপটে কৃষ্ণ সাগরের নিরাপত্তা জোরদারে নতুন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত পরিসরের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।
শনিবার এক বক্তব্যে ফিদান বলেন, যদি একটি বিস্তৃত যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে অন্তত দুটি বিষয়ে সীমিত চুক্তি হওয়া উচিত—জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা এবং কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এসেছে, ফিদান ২০২২ সালে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত কৃষ্ণ সাগর শস্য চুক্তির কথা স্মরণ করিয়ে দেন। ওই চুক্তি যুদ্ধ চলাকালে জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা করেছিল। একই ধরনের ব্যবস্থার এখন আবার প্রয়োজন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেল বহনকারী একটি তুর্কি জাহাজে রাশিয়ার হামলার অভিযোগের পর ফিদান এমন মন্তব্য দেন। ওই ঘটনায় জাহাজের ১১ জন ক্রু সদস্যের জীবন ঝুঁকিতে পড়ে। মাত্র দুই দিনের মধ্যে এটি ছিল তুর্কি জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা।
ফিদান বলেন, সৌভাগ্যক্রমে, এখন পর্যন্ত কোনও তুর্কি ক্রু সদস্য আহত হননি, তবে, তুরস্ক ঘটনাগুলো পর্যবেক্ষণে রেখেছে।
ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, মিশরগামী তুর্কি জাহাজ ‘ভিভা’তে ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে বিশ্বের প্রতি রাশিয়ার সরাসরি চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দেন।