হোম > বিশ্ব

বসনিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ১১

আমার দেশ অনলাইন

উত্তর-পূর্ব বসনিয়ার তুজলা শহরের এক বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটের কিছু পর বৃদ্ধাশ্রমটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে।

পুলিশের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসাকর্মী, বৃদ্ধাশ্রমের কর্মী এবং বাসিন্দারা রয়েছেন। প্রায় ২০ জনকে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, বসনিয়ার প্রধানমন্ত্রী নর্মিন নিকশিচ ঘটনাটিকে “একটি ভয়াবহ বিপর্যয়” বলে উল্লেখ করেছেন।

বৃদ্ধাশ্রমের তৃতীয় তলায় বসবাসকারী রুজা কাজিক নামের এক বাসিন্দা বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ এক ধরনের বিস্ফোরণের শব্দে জেগে উঠি। জানালা দিয়ে দেখি ওপর থেকে জ্বলন্ত বস্তু পড়ছে। আমি দৌড়ে করিডরে বেরিয়ে যাই। ওপরের তলায় যারা আছে, তাদের মধ্যে অনেকে বিছানায় শয্যাশায়ী।”

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, ভবনের ওপরের তলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

বৃদ্ধাশ্রমটির পরিচালক মিরসাদ বাকালোভিচ বলেন, “যাদের এই আগুনে ক্ষতি হয়েছে, তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। যা ঘটেছে, তা দেখার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

বসনিয়া-হার্জেগোভিনার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান জেলকো কমশিচ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তুজলা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন রোগী কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ভাল্লুকের আক্রমণ, সেনা মোতায়েন

২০৩০ সালের মধ্যেই নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছে ইইউ

ফিলিপাইনে কালমেগিতে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

একই সময়ে সামরিক মহড়া ভারত-পাকিস্তানের, নেপথ্যে কী?

মামদানির জয়ের পর আলোচনায় আসা কে এই রামা দুয়াজি?

মামদানির বিজয়: গাজায় নীরবতার বিরুদ্ধে সত্যের জয়

মামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন?

ইসরাইলি হামলার মধ্যেও বন্দিদের লাশ খুঁজছে হামাস

মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা: সমঝোতার আভাস

নিউইয়র্ক সিটিতে মামদানির জয়ের রহস্য