হোম > বিশ্ব

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে অস্থিরতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় প্রবেশ এবং ছেড়ে যাওয়া সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কারের ওপর অবরোধের ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম ১% এরও বেশি বেড়েছে। তেলের চাহিদার ঊর্ধ্বগতির সময়ে দাম বৃদ্ধি নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।

ব্রেন্ট ক্রুড ফিউচার ৮৭ সেন্ট বা ১.৫% বেড়ে ব্যারেল প্রতি ৫৯.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যেখানে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৮৫ সেন্ট বা ১.৫% বেড়ে ব্যারেল প্রতি ৫৬.১২ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্সে এসেছে, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি পর পাঁচ বছরের সর্বনিম্নে চলে আসে অপরিশোধিত ক্রড তেলের দাম। শান্তি চুক্তি সফল হলে মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হবে, যার ফলে রাশিয়ার তেল সরবরাহে কোনো বিধি নিষেধ থাকবে না।

মঙ্গলবার ট্রাম্প ভেনিজুয়েলা থেকে যাতায়াতকারী সমস্ত তেল ট্যাঙ্কার অবরোধের নির্দেশ দেন। এসময় তিনি আরো বলেছেন, তিনি ভেনিজুয়েলার শাসকদের একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করছেন।

তবে, এশিয়ার অপরিশোধিত তেল ব্যবসায়ীরা বলেছেন, আগের দিন প্রতি ব্যারেলের দাম ৬০ ডলারের নিচে নেমে যাওয়ার পর, ফিউচার ক্রয়ের পরিবেশ পুনরুদ্ধারে বুধবার তেলের দাম বৃদ্ধি অনেকটা অত্যাবশ্যক ছিল।

অন্য এক ব্যবসায়ী জানিয়েছেন, ভেনিজুয়েলার খবরের উপর ভিত্তি করে দামের এই পরিবর্তন অনেকটা আবেগপ্রবণ, তবে সামগ্রিকভাবে, বিশ্বব্যাপী তেল সরবরাহে তুলনামূলকভাবে কম সরবরাহ হয় ভেনেজুয়েলা থেকে। তবে রাশিয়া-ইউক্রেন আলোচনার উপর সকলের নজর থাকায়, বাজার এখনও নিম্নমুখী ঝুঁকির মধ্যে রয়েছে।’

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

গাজায় নিজেদের ত্রাণসামগ্রী আনতে পারছে না সেভ দ্য চিলড্রেন

২০২৫ সালে বিশ্বে কয়লার ব্যবহার ছুঁতে পারে নতুন রেকর্ড: আইইএ

ইসরাইলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা

ফিলিস্তিনিদের সংহতিতে বার্লিনে মশাল মিছিল

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, তবে যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় জোটের নেতৃত্বে

কানাডায় মুসলিম উবার চালকের ওপর হামলার চেষ্টা

গাজা ফেরত আরো এক ইসরাইলি সেনার আত্মহত্যা

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

কানাডার প্রতিনিধিদলকে পশ্চিম তীরে প্রবেশে ইসরাইলের বাধা