হোম > বিশ্ব > আমেরিকা

মিনিয়াপোলিসে নিহত ব্যক্তির হাতে কী ছিল, যা বলছে ভিডিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটি বন্দুকধারী ছিলেন বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ফেডারেল কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছিলেন নার্স প্রেটি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে পুরোপুরি ভিন্ন চিত্র দেখা যায়।

অভিবাসন কর্মকর্তারা যখন প্রেটিকে মাটিতে ফেলে দেন, তখন তার হাতে কোনো বন্দুক ছিল না, তিনি একটি মোবাইল ফোন ধরেছিলেন।

শনিবারের এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি বন্দুকের ছবি প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বন্দুককে প্রেটির বলে উল্লেখ করেন।

তবে গার্ডিয়ান এ ঘটনার কয়েকটি ভিডিও পর্যালোচনা করে দেখেছে। এতে দেখা যায়, ভিডিওর দৃশ্যের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য সাংঘর্ষিক। প্রেটির কাছে বন্দুক রাখার বৈধ অনুমোদন ছিল, তবে ঘটনার সময় তার সঙ্গে বন্দুক ছিল কি না, তা নিশ্চিত নয়। ঘটনার সময় ধারণ করা ভিডিওগুলোতে তার হাতে একবারের জন্যও বন্দুক দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, প্রেটি ফোনে ভিডিও করছিলেন। তখন এক কর্মকর্তা তার দিকে এগিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেন। আরেক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা যায়, সাতজন এজেন্ট দ্রুত প্রেটিকে ঘিরে ফেলে তাকে মাটিতে ফেলে মারতে থাকেন। এক পর্যায়ে প্রেটির পেছন দিক থেকে বন্দুকের মতো কিছু একটা বের করে নিয়ে চলে যান। এরপর একজন এজেন্ট চিৎকার করে বলেন, ‘বন্দুক! বন্দুক।’

ভিডিওতে দেখা যায়, অ্যালেক্স প্রেটিকে ফেডারেল এজেন্টরা গুলি করে হত্যা করেছেন। প্রথমে একজন এজেন্ট বন্দুক বের করে কাছ থেকে প্রেটির দিকে গুলি চালান। এসব ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ফেডারেল এজেন্টরা এমন একজনকে গুলি করে হত্যা করেন, যিনি তাদের কার্যক্রম ফোনে রেকর্ড করছিলেন।

ফেডারেল অভিবাসন এজেন্টদের প্রত্যাহার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। মিনোসোটার মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক মার্কিন নাগরিক নিহতের প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান।

শনিবার অভিবাসন কর্মকর্তার গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক মার্কিন নাগরিক নিহত হন। চলতি মাসে এ নিয়ে মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে দ্বিতীয়বার কোনো মার্কিন মার্কিন নাগরিকের মৃত্যু হলো।

সংবাদ সম্মেলনে গভর্নর ওয়ালজ বলেন, ‘রাজ্য থেকে এই ফেডারেল এজেন্টদের সরিয়ে দেয়ার জন্য আমাদের কী করতে হবে? আপনি কি আমাদের কাছ থেকে ভয়, সহিংসতা ও বিশৃঙ্খলা চেয়েছিলেন? তাহলে আপনি স্পষ্টতই এই রাজ্য এবং জাতির মানুষকে অবমূল্যায়ন করছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এই রাজ্যের আইনশৃঙ্খলায় বিশ্বাস করি; আমরা শান্তিতে বিশ্বাস করি। অন্য কাউকে হত্যা করার আগেই ডোনাল্ড ট্রাম্পের এই তিন হাজার প্রশিক্ষিণবিহীন এজেন্টকে গে মিনেসোটা থেকে বের করে দেয়া উচিত।’

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার ওপর ১০০% শুল্ক আরোপ

মিনিয়াপোলিসের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য ‘ওয়েক-আপ কল’: ওবামা ও ক্লিনটন

‘ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে, আর নয়’: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফের বিক্ষোভ, ফেডারেল জেন্টদের সরানোর দাবি গভর্নরের

মেক্সিকোয় ফুটবল মাঠে সশস্ত্র হামলা, নিহত ১১

‘স্বীকার করলেই বক্তব্যের ক্ষত মুছে যায় না’

তেল সরবরাহ ঠেকাতে যুক্তরাষ্ট্র ‘জলদস্যুতা’ করছে: কিউবা

সমালোচনার মুখে আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের অবস্থান বদল

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

ইরানে সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি শেষ যুক্তরাষ্ট্রের, ইসরাইলের দাবি