হোম > বিশ্ব > আমেরিকা

‘আগুন নিয়ে খেলছেন’, মিনিয়াপোলিস মেয়রকে ট্রাম্পের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেকে সতর্ক করে বলেছেন, তিনি ‘আগুন নিয়ে খেলছেন।’ ফ্রে বলেছিলেন, মিনিয়াপোলিস শহর ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করবে না।

বুধবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আশ্চর্যজনকভাবে মেয়র জ্যাকব ফ্রে বলেছেন—‘মিনিয়াপোলিস ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করে না, এবং করবেও না।’ ট্রাম্প দাবি করেন, এর আগে তার সঙ্গে ফ্রের ‘খুব ভালো কথোপকথন’ হয়েছিল।

ট্রাম্প বলেন, ফ্রে-র ঘনিষ্ঠদের উচিত তাকে বোঝানো—এ ধরনের বক্তব্য আইন লঙ্ঘনের গুরুতর ঘটনা এবং তিনি ‘আগুন নিয়ে খেলছেন।’

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রে বলেন, স্থানীয় পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অভিবাসন আইন প্রয়োগ করা নয়।

তিনি লেখেন, ‘আমাদের পুলিশের কাজ মানুষকে নিরাপদ রাখা, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করা নয়। আমি চাই তারা হত্যাকাণ্ড ঠেকাক, এমন কোনো পরিশ্রমী বাবাকে খুঁজে বেড়াক না, যিনি মিনিয়াপোলিসে কাজ করেন এবং ইকুয়েডর থেকে এসেছেন।’

ফ্রে উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ইকুয়েডরের আশ্রয়প্রার্থী আদ্রিয়ান আলেক্সান্ডার কনেহো আরিয়াসকে, যাকে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটক করে।

মেয়র ফ্রে আরও বলেন, তার অবস্থান “নিউইয়র্কে আপনার লোক রুডির সময়কার নীতির মতোই,—সাবেক নিউইয়র্ক মেয়র রুডি জুলিয়ানিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সবাই যেন ৯১১-এ ফোন করতে নিরাপদ বোধ করে।’

মেয়র ফ্রে জানান, মঙ্গলবার ‘বর্ডার জার’ টম হোমানের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করেছেন—মিনিয়াপোলিস ‘ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করে না এবং করবেও না।’ তিনি বলেন, ’আমরা আমাদের প্রতিবেশী ও রাস্তার নিরাপত্তায় মনোযোগী থাকবো।’

ফ্রে আরো বলেন, শহরে ফেডারেল অভিবাসন অভিযানের ‘গুরুতর নেতিবাচক প্রভাব, নিয়ে তিনি হোমানের সঙ্গে কথা বলেছেন এবং একটি ’উৎপাদনশীল কথোপকথনে’ এসব অভিযান বন্ধ করার অনুরোধও জানিয়েছেন।

অন্যদিকে টম হোমান বলেন, তারা “সবাই একমত”—আইনশৃঙ্খলা বাহিনীকে সমর্থন করতে হবে এবং অপরাধীদের রাস্তা থেকে সরাতে হবে।

এই বক্তব্য পাল্টা বক্তব্যের ঘটনা ঘটল এমন এক সময়, যখন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পর উত্তেজনা বেড়েছে। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয় এবং পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প টম হোমানকে সেখানে পাঠান।

হোয়াইট হাউস জানিয়েছে, মাঠপর্যায়ে আইসিই অভিযান পরিচালনা করবেন হোমান, যাতে তারা “সবচেয়ে ভয়ংকর অপরাধী অবৈধ অভিবাসীদের” গ্রেপ্তার অব্যাহত রাখতে পারে।

এদিকে শনিবার ট্রাম্প মিনেসোটার কর্মকর্তাদের আহ্বান জানান, আইসিই এজেন্টদের কাজ করতে দেওয়া হোক। তিনি দাবি করেন, ১২,০০০ ‘নথিভুক্ত নয় এমন অপরাধীদের’ গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তিনি সতর্ক করেন, যারা এখনও রয়েছে তারা ‘আজ যা দেখছেন তার চেয়েও ভয়াবহ কিছু” ঘটাতে পারে।

শান্তি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ঘোষণা, চীন-রাশিয়াসহ বাদ পড়ল যারা

ফিলিস্তিনপন্থি মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমরের ওপর হামলা

‘সময় ফুরিয়ে আসছে, পরের হামলা আরো ভয়াবহ হবে’

আটককৃত ট্যাঙ্কারের দুই রাশিয়ান নাবিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান হারলে যুক্তরাষ্ট্রে ‘খুবই খারাপ কিছু’ ঘটবে: ট্রাম্প

মিনেসোটায় চলমান `উত্তেজনা কমানোর’ ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কিছুই স্বাভাবিক নেই: কার্নি

কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি মেক্সিকোর প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে রদ্রিগেজের পরিণতি হবে মাদুরোর মতো: রুবিও

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮