হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে রদ্রিগেজের পরিণতি হবে মাদুরোর মতো: রুবিও

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানতে ব্যর্থ হলে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পরিণতিও ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে রুবিও বলেন, রদ্রিগেজ ‘মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই অবগত’ আছেন। তিনি আরও বলেন, তার নিজস্ব স্বার্থ যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে ওয়াশিংটন বিশ্বাস করে।

রুবিও সতর্ক করেন, “কোনো ভুল করবেন না—প্রেসিডেন্ট যা বলেছেন, অন্যান্য উপায় ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা শক্তি প্রয়োগেও প্রস্তুত।” তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উল্লেখ করেন।

গত ৩ জানুয়ারি মার্কিন কমান্ডো বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। রুবিও অভিযানের জোরালো সমর্থন জানিয়ে বলেন, এটি ‘দুজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করার’ একটি সফল অভিযান ছিল, যেখানে কোনো মার্কিন নাগরিকের প্রাণহানি হয়নি এবং কোনো চলমান সামরিক দখলও হয়নি।

তিনি আরও বলেন, “ইতিহাসে এমন উদাহরণ খুব কমই আছে, যেখানে এত কম খরচে এত বেশি অর্জন সম্ভব হয়েছে।”

তবে ভেনেজুয়েলার পক্ষ দাবি করেছে, অভিযানকালে রক্ষার চেষ্টা করতে গিয়ে শতাধিক ভেনেজুয়েলান ও কিউবান নাগরিক নিহত হয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করছেন, যাতে তার সরকার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর স্বার্থে কাজ করে।

এসআর

মিনেসোটায় চলমান `উত্তেজনা কমানোর’ ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কিছুই স্বাভাবিক নেই: কার্নি

কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি মেক্সিকোর প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮

মধ্যপ্রাচ্যে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র

শিগগিরই কিউবার পতন হবে: ট্রাম্প

ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড় করছে যুক্তরাষ্ট্র, সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

ভেনেজুয়েলায় ৮০৮ রাজনৈতিক বন্দির মুক্তি দাবি, পর্যবেক্ষকদের সন্দেহ

তেল খাতে ২০২৬ সালে ১৪০ কোটি ডলার বিনিয়োগের আশা ভেনেজুয়েলার

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় ইইউকে ভর্ৎসনা করল যুক্তরাষ্ট্র